বীরভূম: মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু ঘিরে চাপানউতোর। কাল ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির। আজ রাতে মল্লারপুর যাচ্ছেন সৌমিত্র খাঁ। আজ রাত ৯টায় মল্লারপুর থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি।


পুলিশ সূত্রে খবর, ২০ অক্টোবর একটি বাড়িতে চুরির অভিযোগে গতকাল মল্লারপুর থানার পুলিশ ১৫ বছরের ওই কিশোরকে জুভেনাইল ধারায় গ্রেফতার করে।


পুলিশের দাবি, গতকাল রাতে শৌচাগারে যায় ওই কিশোর। বেশ কিছুক্ষণ পর, শৌচাগার থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।

নাবালকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে ধুন্ধুমার খবর চাউর হতেই শুক্রবার ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় মল্লারপুরে। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগে থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়। থানা ঘিরে বিক্ষোভ দেখান মৃতের প্রতিবেশীরা।


পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় ক্ষুব্ধ জনতার। টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ।


ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। মৃত নাবালককে নিজেদের দলীয় সমর্থক বলে দাবি করে আন্দোলনে সামিল হয় বিজেপি কর্মীরা। বিরোধী দলের এই পদক্ষেপকে কটাক্ষ করে তৃণমূল।


ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করে পুলিশ।