এখনও সঙ্কটজনক সৌমিত্র, আজ তৃতীয় দফার ডায়ালিসিস হওয়ার সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2020 08:38 AM (IST)
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। আজ তাঁর তৃতীয় দফার ডায়ালিসিস হওয়ার সম্ভাবনা।
কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। আজ তাঁর তৃতীয় দফার ডায়ালিসিস হওয়ার সম্ভাবনা। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর,গতকাল তাঁর রেচন প্রক্রিয়া স্বাভাবিক ছিল না। দু’ দফা ডায়ালিসিসিসের পর কতটা উন্নতি হয়েছে তা পর্যালোচনা করে দেখবেন চিকিত্সকরা। এছাড়াও, শরীর ও ফুসফুসের সংক্রমণ রুখতে বর্ষীয়ান অভিনেতাকে যে ওষুধ দেওয়া হয়েছিল, তা কতটা কাজ করেছে, তাও খতিয়ে দেখা হবে। তবে চিকিত্সকরা মনে করছেন, এতকিছুর মধ্যেও ইতিবাচক দিক হল, গত তিনদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা একই রয়েছে। করোনা সংক্রমন নিয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। আপাতত তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ হলেও অন্যান্য অসুস্থতা রয়েছে।