নয়াদিল্লি: করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া। দুজনকেই সাকেতের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরে প্রকাশ, গত চারদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতিরাদিত্য ও তাঁর মা। সূত্রের খবর, জ্যোতিরাদিত্যের গলায় সংক্রমণ ও জ্বরের উপসর্গ ছিল-- যা করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে গিয়েছিল। কিন্তু, তাঁর মায়ের কোনওপ্রকার উপসর্গ ছিল না।
এর আগে, সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিবালের কোভিড পরীক্ষা হয়। গত তিনদিন ধরে তাঁরও কোভিড সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। আগামীকালের মধ্যেই সেই রিপোর্ট চলে আসবে।
এছাড়া, বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রেরও করোনা-উপসর্গ দেখা দিয়েছিল। তাঁকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবারই করোনা সংক্রমণে রেকর্ড গড়ে ভারত। গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে ৯৯৮৭ জন করোনা-আক্রান্ত হয়েছেন। ৩৩১ জন মারা গিয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮।