মেলবোর্ন: এক সময় অস্ট্রেলিয়ায় কার রেসারদের মধ্যে জ্বলজ্বল করত তাঁর নাম। খুব কম বয়সেই মহিলা সুপারকার ড্রাইভার হিসেবে বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন রেনি গ্রেসি। অংশ নিয়েছিলেন v8 সুপারকার সিরিজেও। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই কষ্টার্জিত খ্যাতিকে স্বেচ্ছায় বিদায় বলেন তিনি। তাঁর এই আকস্মিক 'বিদায়' মেনে নিতে পারেননি অনেকেই। কিন্তু খুশি রেনি।
কারণ? কার রেসার হিসেবে তিনি যশ পেয়েছেন, খ্যাতি পেয়েছেন কিন্তু আর্থিক স্বচ্ছলতা পাননি। এমনটাই জানিয়েছেন রেনি। তাঁর এই কার রেসিং ছেড়ে দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণটা শুধু কেরিয়ারকে বিদায় জানানো নয়। কারণ রেসিং ছেড়ে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে নাম লেখান এই খ্যাতিসম্পন্না।
অস্ট্রেলিয়ার মহিলা সুপারকার ড্রাইভার বলতে রেনির নামই আসে সবার আগে। কেরিয়ারের শুরু থেকে একের পর এক প্রতিযোগিতা জিতে এসেছেন তিনি। অর্জন করেছেন খ্যাতি, ভালবাসা।
এত কিছু পরও আর্থিক কষ্টে ভুগছিলেন, এমনটাই জানিয়েছেন রেনি, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি এও বলেন, 'বিশ্বাস করুন, এটা আমার জীবনে সেরা পদক্ষেপ...আমার বাবারও সমর্থন আছে এতে।'
তিনি বলেন, পর্ন সাইটে ভিডিও পোস্ট করে তিনি প্রচুর টাকা রোজগার করছেন। এই আর্থিক প্রাচুর্যেই তাঁর বাবা সত্যিই খুশি। তিনি এও বলেন, অস্ট্রেলিয়ায় মোটর স্পোর্টসে কম বিনিয়োগই তাঁর কেরিয়ার ছাড়ার কারণ। কম অর্থের বিষয়টিই মোটর স্পোর্টস কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে।
এখন তিনি সপ্তাহে প্রায় ২৫ হাজার ডলার রোজগার করে থাকেন। তানি বলেন, ওই পর্নসাইটে তিনি যোগ দেওয়ার পর দর্শক বেড়ে গেছে প্রায় ৫০ হাজার।
রিনি এও বলেন, 'আমি রেসিংয়ে ভাল ছিলাম না। তাই রেস করা বন্ধ করি। ব্যস, ওটা শেষ। ...আমি এখনও রেনি, আমার এখনও একটা জীবন আছে। আমার কাজ আছে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি কিচ্ছু বদলায়নি।'