ছবিটি ফের পোস্ট করেছেন অজয়ও। লিখেছেন, আমার কাছে সেলফি বলতে আমার ক্যামেরার পিছনে থাকা। তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে শেষ এক সঙ্গে দেখা গিয়েছে কাজল-অজয়কে। ২৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কাজলকে এরপর দেখা যাবে মাল্টি স্টারার ছবি দেবী-তে, এতে তিনি ছাড়া রয়েছেন নেহা ধুপিয়া, শ্রুতি হাসান প্রমুখ। অজয় করছেন ময়দান, ভারতের অন্যতম সেরা ফুটবল কোচ রহিম সাহেবের জীবনের ওপর তৈরি ছবি। অজয়ের কাছে সেলফির আবদার কাজলের, দেখুন তাঁর মজাদার জবাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2020 08:11 PM (IST)
ছবিটি ফের পোস্ট করেছেন অজয়ও। লিখেছেন, আমার কাছে সেলফি বলতে আমার ক্যামেরার পিছনে থাকা।
মুম্বই: ২৪ তারিখ ২১তম বিবাহবার্ষিকী ছিল কাজল ও অজয় দেবগণের। একটি নতুন ছবি শেয়ার করে কাজল তুলে ধরলেন তাঁদের এতদিনের যৌথ জীবনের মজার একটি মুহূর্ত। ছবিতে দেখা যাচ্ছে, কাজল সিঁড়িতে বসে। তিনি লিখেছেন, আমি: চল একটা সেলফি নিই। ও: যাও, ওখানে গিয়ে বস, আমি তুলে দিচ্ছি। আমি: সেলফি মানে দুজনেই একসঙ্গে, আমাদেরই কেউ ছবিটা তুলবে। ওর জবাব, বলে কাজল ছবিটি দেখিয়ে দিয়েছেন।