মুম্বই: ২৪ তারিখ ২১তম বিবাহবার্ষিকী ছিল কাজল ও অজয় দেবগণের। একটি নতুন ছবি শেয়ার করে কাজল তুলে ধরলেন তাঁদের এতদিনের যৌথ জীবনের মজার একটি মুহূর্ত।

ছবিতে দেখা যাচ্ছে, কাজল সিঁড়িতে বসে। তিনি লিখেছেন, আমি: চল একটা সেলফি নিই। ও: যাও, ওখানে গিয়ে বস, আমি তুলে দিচ্ছি। আমি: সেলফি মানে দুজনেই একসঙ্গে, আমাদেরই কেউ ছবিটা তুলবে। ওর জবাব, বলে কাজল ছবিটি দেখিয়ে দিয়েছেন।


ছবিটি ফের পোস্ট করেছেন অজয়ও। লিখেছেন, আমার কাছে সেলফি বলতে আমার ক্যামেরার পিছনে থাকা।

তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে শেষ এক সঙ্গে দেখা গিয়েছে কাজল-অজয়কে। ২৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কাজলকে এরপর দেখা যাবে মাল্টি স্টারার ছবি দেবী-তে, এতে তিনি ছাড়া রয়েছেন নেহা ধুপিয়া, শ্রুতি হাসান প্রমুখ। অজয় করছেন ময়দান, ভারতের অন্যতম সেরা ফুটবল কোচ রহিম সাহেবের জীবনের ওপর তৈরি ছবি।