কলকাতা: সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। কালীঘাট ট্রামডিপোর সামনে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।
একটি বেপরোয়া গাড়ি এসে ধাক্কা মারল এক মহিলা পথচারীকে। ধাক্কায় গুরুতর আহত হন ওই মহিলা। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে সিগনাল ভেঙে এগিয়ে যাওয়ার সময় গাড়িটি ওই মহিলাকে ধাক্কা মারে। প্রথমে তিনি ধাক্কা খেয়ে ছিটকে গাড়ির বনেটের ওপর উঠে যান, সেখান থেকে ছিটকে রাস্তায় পড়েন। তখন গাড়িটি তাঁকে দ্বিতীয়বার ধাক্কা মেরে পালিয়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর জখম মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কালীঘাট ট্রামডিপোয় পথচারী মহিলাকে দু'বার ধাক্কা মেরে পালাল গাড়ি, এসএসকেএম হাসপাতালে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 09:07 AM (IST)
প্রথমে ওই মহিলা ধাক্কা খেয়ে ছিটকে গাড়ির বনেটের ওপর উঠে যান, সেখান থেকে ছিটকে রাস্তায় পড়েন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -