নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একের পর এক চমক। জো বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্নের মধ্যেই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী করার পক্ষে সওয়ালও করলেন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কমলা যদি ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করবেন। (Kamala Harris)


বাইডেনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটদের তরফে কমলার পক্ষে সমর্থন টানার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ডেমোক্র্যাটদের ১৯৭৬ প্রতিনিধির সমর্থন রয়েছে কমলার পক্ষে। প্রচার খাতে খরচের জন্য মাত্র ২৪ ঘণ্টায় ৮ কোটি ১০ লক্ষ ডলারও জমা পড়ে গিয়েছে। সব ঠিক থাকলে ট্রাম্পের বিরুদ্ধে এবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে কমলাকে। (US Presidential Elections 2024)


আগামী মাসে শিকাগোয় ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশন রয়েছে। সেখানেই নির্বাচনে দলের মুখ কে হবেন, তাতে সিলমোহর পড়বে। তবে রবিবার বাইডেন দৌড় থেকে সরে দাঁড়ানোর পর এখনও পর্যন্ত ডেমোক্র্যাট শিবির থেকে অন্য কেউ প্রেসিডেন্ট নির্বাচনে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তাই কমলার নামে সিলমোহর পড়া সময়ের অপেক্ষা বলে মনে করছে সেদেশের রাজনৈতিক মহল। 


আরও পড়ুন: Bangladesh Anti Quota Protests: বিদেশেও হাসিনার বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ, আমিরশাহিতে জেল হল ৫৭ বাংলাদেশি নাগরিকের


আমেরিকার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমলার সপক্ষে যথেষ্ট সমর্থন রয়েছে। তাই বাইডেন সরে যাওয়ার পর থেকে কমলার জন্য মুক্তহস্তে ডেমোক্র্যাটদের অনুদান দিতে শুরু করেছেন মানুষজন। কমলাও চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না। ট্রাম্পের বিপরীতে নিজেকে একেবারে উপযুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। তাই ডেলাওয়্যারে প্রচারে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, "ট্রাম্পের মতো লোকজনকে ভাল করে চিনি আমি।"


ট্রাম্পকে নিশানা করে কমলা আরও বলেন, "একজন ভবিষ্যতের কথা বলেন, অন্য জন অতীতের কথা। ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যেতে চান। আমরা উজ্জ্বল ভবিষ্যতে বিশ্বাসী, যেখানে আমেরিকার প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা থাকবে।" পাল্টা ট্রাম্পের নির্বাচনী সঙ্গী জেডি ভ্যান্স কমলাকে তীব্র আক্রমণ করেছেন। কমলা আসলে বাইডেনের থেকেও খারাপ বলে দাবি তাঁর। ঘটনাচক্রে ভ্যান্সের স্ত্রীও ভারতীয়। আবার জন্মসূত্রে আধা ভারতীয় কমলাও। ফলে প্রবাসী ভারতীয়দের সমর্থন পেতে মরিয়া দুই পক্ষই।