কলকাতা: অসুস্থ তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।


পঞ্চম দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভোটের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসা হয়। অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। চিকিৎসকও আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। এদিন শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়।এসএসকেএমের উডবার্ন  ওয়ার্ডে তাঁর চিকিৎসা  চলছে। কী কারণে তাঁর শ্বাসকষ্ট তা চিকিৎসকরা খতিয়ে দেখছেন।


গত ১৭ এপ্রিল পঞ্চম দফার  ভোট গ্রহণ শুরুর পর  সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিতে যান তিনি। ভোটগ্রহণের শেষ পর্বে এসে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র।


পঞ্চম দফার নির্বাচন শেষের আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র বলে দেন, খেলা শেষ! কামারহাটিতে গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রত্যয়ী মদন বললেন তৃণমূল কংগ্রেস  জিতছে। তখন মদনের মুখে প্রায় জয়ের হাসি । গঙ্গার ধারে দাঁড়িয়ে খোশমেজাজে মদন মিত্র বলেন, এবার হোলি খেলা হয়নি । মনের মধ্যে খচখচানি ছিল, এখন মন একেবারে খুশ। মদন বলেন,এখন সাঙ্গ হল খেলা, একেবারে খেলা শেষ, এখন মনের আনন্দে হোলি খেলব । শ্রী রামকৃষ্ণ দেব কে স্মরণ করে মদনের উক্তি, এবার বাংলার জয়ের জন্য হোলি খেলব। গেয়ে ফেলেন নচিকেতার গানের এক কলি ... তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি ।


কথায় কথায় নরেন্দ্র মোদিকে খোঁচাও দিয়েছিলেন।  মদন বলেন মোদি জানেন না '' বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় ''। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে একহাত নিয়ে বলেন, '' ওরা টাকা রোজগারের জন্য বাংলায় এসেছে । এখান থেকে টাকা নিচ্ছে ওখান থেকে টাকা নিচ্ছে। বললেন আমায় বলছে বেরিয়ে যেতে । বেরিয়ে যাব ? আমি বাঙালি ছেলে । '' বুক বাজিয়ে মদন বলেন ...'' মরলে বাপের ব্যাটার মতন মরব। ''এরপর ভোটগ্রহণের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।