মুম্বই: ইংরেজ ক্রিকেটারদের নিয়ে যেন নাজেহাল হতে হচ্ছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষকে। প্রথমে জোফ্রা আর্চার। চোটের কারণে যিনি এখনও দলের সঙ্গে যোগই দিতে পারেননি। আদৌ তিনি এবারের আইপিএলে খেলবেন কি না, তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। তারপর বেন স্টোকস। আঙুল ভেঙে যাওয়ায় যিনি দেশে ফিরে গিয়েছেন। অস্ত্রোপচার করাতে হবে তাঁকে এবং এবারের আইপিএলে আর তিনি খেলতে পারবেন না। এবার লিয়াম লিভিংস্টোনও রাজস্থান রয়্যালস শিবির ছেড়ে গেলেন। জৈব সুরক্ষা বলয়ে তিনি হাঁফিয়ে উঠেছেন। ক্লান্তি, সঙ্গে মানসিক অবসাদ। সব মিলিয়ে নাকি বিধ্বস্ত ইংরেজ ক্রিকেটার।


আঙুলের চোটের কারণে সদ্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রাজস্থান রয়্যালস ও ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তাঁকেই যেন অনুসরণ করে দেশে ফিরছেন স্বদেশীয় লিয়াম লিভিংস্টোনও। তবে চোটের কারণে নয়, বরং জৈব বলয়ে ক্লান্তির জেরেই লিভিংস্টোনের এই সিদ্ধান্ত বলে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছে। বলা হয়েছে, টানা বায়ো বাবলের ক্লান্তি সহ্য করতে না পেরে এবার চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রাজস্থান রয়্যালসের ইংরেজ তারকা লিয়াম লিভিংস্টোন।


গত বছর থেকে টানা জৈব সুরক্ষা বলয়ে ছিলেন লিভিংস্টোন। তাই ক্লান্তির শিকার হয়ে পড়েন তিনি। মানসিক অবসাদও গ্রাস করতে থাকে তাঁকে। তাই দেশে ফিরে গিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, লিভিংস্টোনের সিদ্ধান্তকে তারা সম্মান করে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত তারা। প্রেস বিবৃতি দিয়ে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, “গত বছর থেকে টানা বাবলে কাটানোর পর ক্লান্তি সইতে না পেরে লিয়াম লিভিংস্টোন আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। ওঁর পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি। ওঁর এই সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছি। সবসময় ওকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত।”



এই নিয়ে তিন ইংরেজ ক্রিকেটারকে নিয়ে সমস্যায় পড়ল রাজস্থান রয়্যালস। আঙুলে চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছেন বেন স্টোকস। শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে রয়্যালসদের জার্সিতে নেই জোফ্রা আর্চারও। হাতে অস্ত্রোপচারের পর আর্চার অনুশীলনে ফিরেছেন।


প্রসঙ্গত গত আইপিএলে একই কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিংহ। হরভজন এবার খেলছেন কেকেআরে। রায়না সিএসকে-তেই রয়েছেন।


এক-দু'টাকা নয়, ১২ লক্ষ টাকা জরিমানা রোহিত শর্মার!