মুম্বই: আইনি যুদ্ধে বড় জয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনেত্রীর বাড়ি ভাঙা হয়েছে, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। বাড়ি ভাঙা নিয়ে কঙ্গনা বনাম বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) মামলায় শুক্রবার এই রায় দিয়েছে আদালত। বিএমসি-র জারি করা গত ৭ ও ৯ সেপ্টেম্বরের বাংলো ভাঙার নোটিস খারিজ করে এদিন হাইকোর্ট জানিয়েছে, অভিনেত্রী বাংলোর কতটা ক্ষতি হয়েছে, তা দেখতে একজনকে নিয়োগ করা হবে। বৃহন্মুম্বই পুরসভা বাড়ি ভাঙার  পদক্ষেপের বিরোধিতা করে  বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন কঙ্গনা। নিজের পিটিশনে তিনি উল্লেখ করেন, বাংলোর ৪০ শতাংশ ক্ষতি হয়েছে। ওই মামলায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন অভিনেত্রী। আজকের রায়ে আদালত জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা দেখতে একজনকে নিয়োগ করা হবে। তিনি রিপোর্ট জমা দিলে তারপর ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশ দেবে আদালত। তবে একইসঙ্গে সোশাল মিডিয়ায় অতি সক্রিয়তা নিয়ে অভিনেত্রীকে সংযত হতে বলেছে আদালত। বলেছে, সোস্যাল মিডিয়া  ও অন্যত্র অন্যদের নিয়ে মন্তব্য করার ব্যাপারে তিনি যেন সংযম দেখান।  কঙ্গনা এবং তাঁর বোন রঙ্গোলির বিরুদ্ধে পৃথক একটি মামলার দ্রুত রায় দিতে প্রস্তুত বম্বে হাইকোর্ট।

গত ৯ সেপ্টেম্বর, কঙ্গনার ছবি ‘মণিকর্ণিকা’র সেটের একটি অংশ ভাঙা হয়। যে ছবির প্রযোজক কঙ্গনা নিজেই। সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ তোলে বৃহন্মুম্বই পুরসভা। পুরসভা বেআইনি নির্মাণ বলে নোটিশও টাঙায়। সেই সময় মুম্বইয়ে ছিলেন না কঙ্গনা। মানালি থেকে মুম্বই ফেরেন তিনি। সেই সময় তাঁর পাশে দাঁড়ায় কেন্দ্রীয় সরকার। অভিনেত্রীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়। মুম্বই ফিরেই বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন কঙ্গনা। ক্ষয়ক্ষতির দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।