বলিউডের দুর্নাম করা হচ্ছে! রাজ্যসভায় জয়া, শ্বেতা, অভিষেকের সঙ্গে হলে কী করতেন! পাল্টা কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2020 02:05 PM (IST)
জয়া বচ্চন রাজ্যসভায় বলেন, কোনও কোনও মানুষের স্বভাব, যে থালায় খায়, সেই থালাতেই ফুটো করে।
নয়াদিল্লি: বলিউডের মাদক যোগ নিয়ে প্রথমদিন থেকেই সরগরম সংসদের বাদল অধিবেশন। সোমবার অধিবেশনের প্রথমদিন বিজেপি সাংসদ রবি কিষণ মন্তব্য করেন বলিউডে মাদক-যোগের 'বাড়বাড়ন্ত' নিয়ে। গোরক্ষপুরের সাংসদ দাবি করেন, সুশান্ত-মৃত্যু তদন্তে ড্রাগ-যোগের বিষয়টি নিয়ে ভাল কাজ করছে এনসিবি। সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা। মাদক-চক্রের সঙ্গে জড়ি যাঁরা, তাঁদের কড়া শাস্তির দাবি করেন সাংসদ। বলেন এতে 'প্রতিবেশী দেশের ষড়যন্ত্র বিফলে যাবে।' সেই বক্তব্যের রেশ টেনে আজ সাংসদ জয়া বচ্চন রাজ্যসভায় বলেন, কোনও কোনও মানুষের স্বভাব, যে থালায় খায়, সেই থালাতেই ফুটো করে। জয়া রবি কিষণের নাম না করেই এই আক্রমণ শাণান। বলেন, গতকাল সংসদে একজন বলিউ ডের বিপক্ষে কথা বলেছেন। তিনি নিজেও ওই জগতেরই মানুষ। এটা লজ্জার ঘটনা। এদিন জয়া বচ্চনের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ বলেন, আশা ছিল জয়াজি আমাকে সমর্থন করবেন। কারণ, মাদক-যোগকাণ্ডে যারা জড়িত, তাদের জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে। মাদক-যোগকাণ্ডে জয়া বচ্চনকে আক্রমণ করেন কঙ্গনাও। ট্যুইটে কঙ্গনা লেখেন, জয়াজি, আমার বদলে যদি আপনার মেয়ে শ্বেতাকে কিশোরী বয়সে মাদক খাইয়ে যৌন নির্যাতন করা হত, তাহলেও কী আপনি একই কথা বলতেন? বারবার বিদ্রুপ-হেনস্থার শিকার হয়ে অভিষেক যদি আত্মহত্যা করতেন, তাহলেও কী আপনি একই কথা বলতেন? হাতজোড় করে অনুরোধ করছি, আমাদের প্রতি সহমর্মিতা দেখান।