মুম্বই: আর একটি নারীকেন্দ্রিক ছবিতে দেখা যাবে বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াতকে। ছবির নাম তেজস, কঙ্গনা এতে এক বায়ুসেনা চালকের ভূমিকায় থাকবেন। এই জুলাই থেকে শুরু হবে তেজস-এর শ্যুটিং।

কঙ্গনা জানিয়েছেন, সেনাবাহিনী নিয়ে ছোট থেকে তিনি মুগ্ধ, বরাবর সেনার ভূমিকায় অভিনয় করতে চেয়েছেন। সেনাকর্মীদের জন্য তাঁর আবেগ তিনি কখনও গোপন রাখেন না, তাঁদের বীরত্বের কথা সব সময় মুক্তকণ্ঠে স্বীকার করেন। তাঁরা আমাদের দেশ ও দেশবাসীকে নিরাপদ রেখেছেন। তেজস-এ বায়ুসেনা চালকের চরিত্র করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

ছবিটি পরিচালনা করবেন সর্বেশ মেওয়ারা, প্রযোজক রনি স্ক্রুওয়ালা। কঙ্গনা বলেছেন, সেনার ইউনিফর্ম পরার জন্য উৎসুক হয়ে আছেন তিনি। এই পোশাক পরার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম সেরা কৃতিত্ব হবে। চরিত্রটি ঠিকমতো তুলে ধরার জন্য শ্যুটিং শুরুর আগে কঠোর প্রশিক্ষণ করবেন বলে তিনি জানিয়েছেন। এ জন্য পেশাদার প্রশিক্ষকের সাহায্য নেওয়া হবে বলে পরিচালক জানিয়েছেন তাঁকে। তবে এই মুহূর্তে তিনি জয়ললিতার জীবনকাহিনী থালাইভি নিয়ে ব্যস্ত। শেষ হলে ধরবেন তেজস-এর কাজ।

আজ মুক্তি পেয়েছে কঙ্গনার নয়া ছবি পাঙ্গা। এখানে তিনি এমন একজনের চরিত্র করছেন যিনি বালক পুত্রের মা, একই সঙ্গে জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়।