মুম্বই: অন্য়ান্য স্টার কিডের মত করিনা কপূরও সুশান্ত সিংহ রাজপুতকে পছন্দ করতেন না। বছরখানেকের পুরনো একটি ভিডিওয় দেখা যাচ্ছে, করিনা সুশান্ত সিংহ রাজপুতকে বিদ্রূপ করছেন। বিশেষ করে তাঁর মুখভঙ্গি চোখে পড়ার মত।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, করিনা হাসতে হাসতে তাঁর সৎ মেয়ে সারা আলি খানের উদ্দেশে পরামর্শ দিচ্ছেন, আর যাই কর, তোমার ফার্স্ট হিরোকে ডেট কোরো না। বক্তব্যের থেকেও যা নজর কাড়ছে, তা তাঁর কথা বলার ভঙ্গি।


এখন সকলেই জানেন, সারার বলিউডে অভিষেক ঘটে কেদারনাথ ছবি দিয়ে, তাঁর বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় নেটিজেনরা ধিক্কার দিচ্ছেন করিনাকে। তাঁরা অভিযোগ করেছেন, করিনা ও তাঁর গার্ল গ্যাং বলিউডে ‘বহিরাগত’ নবাগতদের জীবন অতিষ্ঠ করে তোলেন, তাঁদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, খুঁচিয়ে, ছোট করে দেখিয়ে মজা পান তাঁরা। আবার অনেকের মনে পড়েছে, কফি উইথ কর্ণ-এ করিনা আর এক বহিরাগত কার্তিক আরিয়ানকে অভিজাত আখ্যা দিতে নারাজ হয়েছিলেন।

দেখুন কিছু টুইট