ভোপাল: সাধারণ জ্ঞানের (General Knowledge) পরীক্ষা দিতে বসে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা পেলেন এক আজব প্রশ্ন! 'করিনা কপুর (Kareena Kapoor) এবং সেফ আলি খানের (Saif Ali Khan) ছেলের পুরো নাম কী?" যা দেখে তো তাজ্জব বনলেন একাধিক পড়ুয়া। স্কুলের জেনারেল নলেজ পরীক্ষায় যে এমন প্রশ্ন আসতে পারে তা ছিল কল্পনাতীত। 


এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডওয়ারের একটি বেসরকারি স্কুলে। প্রশ্নপত্রে বলিউড দম্পতি করিনা ও সেফের ছেলের পুরো নাম জিজ্ঞাসা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে সে রাজ্যের শিক্ষা দফতরের তরফে ওই স্কুলকে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর প্রচেষ্টা হিসাবে এই প্রশ্ন দেওয়া হয়েছিল।            


বৃহস্পতিবার খান্ডোয়া শহরের একাডেমিক হাইটস পাবলিক স্কুলের ক্লাস ৬ এর টার্ম এন্ড-এর সাধারণ জ্ঞান পরীক্ষায় এমন প্রশ্ন এসেছে। স্থানীয় অভিভাবক-শিক্ষকদের সংগঠন এই ঘটনা নিয়ে প্রবল আপত্তি জানায়। বেশ কিছু নেটিজেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশ্নপত্রটি শেয়ারও করেছে। শুক্রবার জেলা শিক্ষা অফিসার সঞ্জীব ভালেরাও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁর কাছে এই খবরটি আসে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুলকে কারণ দর্শানোর নোটিস ধরাবে তাঁরা।           


আরও পড়ুন, কিরণ কিংবা আজাদের সঙ্গে নয়, তাহলে কার সঙ্গে বড়দিন কাটাচ্ছেন আমির খান?


তিনি এও বলেন, স্কুল থেকে উত্তর পাওয়ার পর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাফ জানান, শিক্ষার্থীদের এমন প্রশ্ন করা হবে যা তাঁদের প্রকৃত জ্ঞান বৃদ্ধি করে। একাধিক অভিভাবকরা বিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।                                     


স্কুলের ডিরেক্টর শ্বেতা জৈন বলেছেন, প্রশ্নপত্রগুলি দিল্লি-ভিত্তিক একটি সংস্থা দ্বারা সেট করা হয়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত স্কুলের অভিভাবকদের কেউ অভিযোগ করেননি।”