করিমপুর: করিমপুর বিধানসভা কেন্দ্র।মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল বিজেপি। জয়প্রকাশ মজুমদারের উপর গেরুয়া শিবির ভরসা রাখলেও, মানুষের আস্থা তিনি জিতে নিতে পারেননি, তা বোঝা গেল ভোটগণনার শুরু থেকেই। এগিয়ে রইলেন ঘাস-ফুল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।
ভোটের দিন করিমপুরের হাওয়া উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। নিজের কেন্দ্রেই প্রহৃত হন তিনি। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকেই। যদিও এই অভিযোগকে কার্যত পাত্তা দিতে চায়নি তৃণমূল।
করিমপুরে শুরু থেকেই এগিয়ে যান তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। বেলা যত বেড়েছে, সেই ব্যবধান বেড়েছে। শেষমেষ ২৪,১১৯ ভোটে জয় পান বিমলেন্দু সিংহ রায় ।