কলকাতা: ডিসেম্বরের শেষে তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। হাতে এখনও একটা মাস। কিন্তু আগেভাগেই স্বামীকে দুর্দান্ত এক উপহার দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সেই জ্যান্ত উপহার নিকের গায়ে উঠে দিব্যি নাচানাচি করেছে।

নিক জোনাস ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। আর তাঁর ওপর প্রিয়ঙ্কা ছেড়ে দিয়েছেন ছোট্ট জার্মান শেফার্ড।


নিক জানিয়েছেন, কুকুরের নাম জিনো দি জার্মান। তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, ফলোয়ার ২৫ লাখ।


গত বছর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে করেন নিক-প্রিয়ঙ্কা। ৩ দিন ধরে চলে উৎসব।