আন্দাজ আপনা আপনা শ্যুটিংয়ের সময় কথা বন্ধ ছিল সলমন, আমির, রবীনা, করিশমার, জানালেন এই নায়িকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2020 10:20 AM (IST)
ছবির গল্প লেখক দিলীপ শুক্ল গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আন্দাজ আপনা আপনা-র সিকোয়েলের কথা ভাবছেন তাঁরা।
মুম্বই: রাজকুমার সন্তোষীর আন্দাজ আপনা আপনা বলিউডে কাল্ট ক্লাসিক। ১৯৯৪-এ মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি কিন্তু আমির খান, সলমন খান, করিশমা কপূর ও রবীনা ট্যান্ডনের এই ছবি আজও দর্শকদের মুখে হাসি ফোটায়। কিন্তু এই ছবি নিয়েই এক গোপন তথ্য ফাঁস করেছেন করিশমা। জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় তাঁর, রবীনার, আমির ও সলমনের মধ্যে বাক্যালাপ বন্ধ ছিল। সেভাবে কথা বলা বন্ধ রেখেই ছবির শ্যুটিং সারেন তাঁরা। এমনকী আজ পর্যন্ত তিনি ছবিটি দেখেনওনি। সে সময় তাঁরা প্রত্যেকেই প্রচণ্ড ব্যস্ত ছিলেন, এক একজন দিনে তিন-চারটে শিফটে কাজ করছিলেন। ফলে একদম সময় ছিল না, এমনকী নিজেদের ছবিও দেখতে পারেননি। ছবির গল্প লেখক দিলীপ শুক্ল গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আন্দাজ আপনা আপনা-র সিকোয়েলের কথা ভাবছেন তাঁরা। তিনি নিজেই লিখছেন গল্প। এই ছবির সিকোয়েল লেখা সহজ নয়, আগের তুলনায় আরও আকর্ষণীয় কিছু এবারের ছবিতে থাকতে হবে। তবে আগের মত আমির-সলমনই এবারের ছবিতেও থাকবেন, আনা হবে আরও ৩ নতুন শিল্পীকে। যদিও আন্দাজ আপনা আপনা-র সিকোয়েলের ব্যাপারে আমির বা সলমন এখনও কিছু বলেননি।