নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহ সহ কয়েকজন নেতার বিরুদ্ধে যেদিন কর্ণাটকের মাইসুরুতে খুন হওয়া আরএসএস কর্মীর পরিবারকে চেক দিয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করল কংগ্রেস, সেদিনই আবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দামারাইয়ার বিরুদ্ধে বিধি ভেঙে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ করল বিজেপি। এই অভিযোগ-পাল্টা অভিযোগে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই উত্তপ্ত কর্ণাটকের রাজনীতি।
কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বিজেপি সাধারণ সম্পাদক রবি কুমার অভিযোগ করেছেন, বৃহস্পতিবার মাইসুরুর চামুন্ডেশ্বরী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের সময় দুই মহিলাকে ২,০০০ টাকা করে দিয়েছেন তিনি। স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে রবির আরও অভিযোগ, ওই গ্রামেই মন্দিরের পুরোহিতকেও ২,০০০ টাকা দেন সিদ্দারামাইয়া। এটা নির্বাচনী আচরণবিধির বিরোধী। ভোটারদের ঘুষ দিচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার থেকে মাইসুরুতে নির্বাচনী প্রচার শুরু করেছেন সিদ্দারামাইয়া। তিনি ২ এপ্রিল পর্যন্ত এখানে প্রচার করবেন বলে জানা গিয়েছে। চামুন্ডেশ্বরী কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির অভিযোগ উঠল।
সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বিধি ভেঙে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিজেপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2018 11:52 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -