গত ২ আগস্ট করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়ে চিকিত্সার জন্য় তখন থেকে মনিপাল হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন মুখ্যমন্ত্রী। নিজের করোনা সংক্রমণের খবর ট্যুইট করে তিনি তাঁর সংস্পর্শে আসা সবাইকেই স্বেচ্ছায় কোয়ারান্টিনে যাওয়ার পরামর্শ দেন। পরদিন তাঁর বড় মেয়ে বি ওয়াই পদ্মাবতীর করোনা পরীক্ষার ফলও পজিটিভ হয়।
গত ৪ আগস্ট করোনা পজিটিভ হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আরও বেশ কয়েকজন রাজনীতিক মারণ ভাইরাস সংক্রমিত হন। গতকাল করোনা সংক্রমিত হয়েছেন খোদ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। তিনি ট্যুইট করেন, ফ্লু-জাতীয় উপসর্গ দেখে তিনি টেস্ট করিয়েছেন। সেইসঙ্গে জানান, রাজ্যে করোনাভাইরাস সংক্রমণে বাড়াবাড়ির মধ্যেই তিনি ৩০টি জেলায় ঘুরেছেন, তাই নিজে থেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার নতুন করে ৫৯৮৫টি সংক্রমণ ধরা পড়েছে, ১০৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা ১.৭৮ লক্ষ। মৃত্যু বেড়ে হয়েছে ৩১৯৮টি।