বেঙ্গালুরু: ভারতে বন্ধ করে দেওয়া হতে পারে ফেসবুক (Facebook) পরিষেবা, হুঁশিয়ারি দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। সৌদি আরবের (Saudi Arabia) জেলে এক ভারতীয় বন্দির পরিবারের দায়ের করা মামলার তদন্তে কর্নাটকের পুলিশকে সোশ্য়াল মিডিয়া সংস্থার তরফে যথেষ্ট সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ। তারই প্রেক্ষিতে এই মন্তব্য হাইকোর্টের। 


কী নির্দেশ হাইকোর্টের?
ফেসবুককে কর্নাটক হাইকোর্টের নির্দেশ, 'জরুরি তথ্য-সহ সম্পূর্ণ রিপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে।' একই সঙ্গে ভারত সরকারের কাছে কর্নাটক হাইকোর্ট জানতে চেয়েছে, ভুয়ো মামলায় এক ভারতীয় নাগরিকের গ্রেফতারির ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে। ম্যাঙ্গালুরু পুলিশকেও সঠিক তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ২২ জুন এই মামলার পরবর্তী শুনানি।  


কী ঘটেছে?
মৃতের নাম শৈলেশ কুমার। বয়স ৫২ বছর। তাঁর স্ত্রী কবিতার দাবি, শৈলেশ গত ২৫ বছর ধরে সৌদি আরবের একটি সংস্থায় কর্মরত। সেই সুবাদে ওই দেশেই থাকেন। আর স্ত্রী থাকেন দক্ষিণ কন্নড়ের ম্যাঙ্গালুরুর কাছে বিকারনাকাট্টে নামে একটি জায়গায়। দম্পতির ছেলেমেয়েরাও থাকেন সেখানে। কবিতার অভিযোগ, ২০১৯ সালে তাঁর স্বামীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে সৌদির রাজা ও আরও কিছু সংবেদনশীল বিষয় সম্পর্কে বিতর্কিত পোস্ট করা হয়। তার ঠিক আগে, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র সমর্থনে কিছু পোস্ট দিয়েছিলেন শৈলেশ। কিন্তু তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই ধরনের পোস্ট দেওয়া হলে দ্রুত পরিবারক বিষয়টি জানান শৈলেশ। ম্যাঙ্গালুরুতে এই নিয়ে পুলিশে অভিযোগও জানানো হয়। কিন্তু তার মধ্যেই সৌদি পুলিশ শৈলেশকে গ্রেফতার করে। জেলবন্দি করা হয় তাঁকে। ঘটনার তদন্তভার নেয় ম্যাঙ্গালুরু পুলিশ। ফেসবুকে চিঠি পাঠিয়ে ভুয়ো অ্যাকাউন্টটি সম্পর্কে জানতে চান তদন্তকারীরা। কিন্তু পুলিশের দাবি, ফেসবুক কোনও উত্তর করেনি। তদন্তে বিলম্বের জেরে ২০২১ সালে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। তার পর, বুধবার, বিষয়টি নিয়ে ফেসবুককে কড়া হুঁশিয়ারি দেয় কর্নাটক হাইকোর্ট। প্রসঙ্গত, হালে 'জওয়ান'  ছবির ছড়িয়ে পড়া দুটি ক্লিপিংস ঘিরে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, যে সমস্ত ওয়েবসাইটে 'জওয়ান' -এর ক্লিপিংস দেখানো হয়েছে, সেগুলিকে ব্লক করে দিতে হবে। শুধু তাই নয়, যাতে এই ক্লিপিংস কেউ ডাউনলোডও না করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। গুগল, ফেসবুক, ট্যুইটার সহ অন্যান্য সমস্ত জায়গা থেকে মুছে ফেলতে হবে ফাঁস হওয়া ক্লিপিংস। 


আরও পড়ুন:ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?