বেঙ্গালুরু: গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হওয়া স্ট্য়াচু অব ইউনিটির ধাঁচে তিন একর জমির ওপর স্বামী বিবেকানন্দের ১২০ ফুট উঁচু মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। রাজ্যের আবাসনমন্ত্রী ভি সোমান্না বলেছেন, বান্নেরঘাট্টা ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০ কিমি দূরে মুথালিয়া মাদুভি জলপ্রপাতের কাছে বসবে ওই মূর্তি। গুজরাতে জলা জমিতে সর্দার পটেলের মূর্তির মূল ভাবনা থেকে অনুপ্রেরণার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে পুরো প্রকল্পের পূর্ণ প্ল্য়ানিং, বিস্তারিত খুঁটিনাটি সরকার প্রকাশ করবে বলে জানিয়েছেন তিনি।
যদিও সরকারের পরিকল্পনা জানা মাত্রই বিরোধিতায় নেমেছে কংগ্রেস। রাজ্য সরকারের ভুল বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়ে কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, করোনাভাইরাস অতিমারীর সময় মূর্তি স্থাপনের ভাবনা কাম্য় নয়, অবাঞ্ছিত, সরকারের বরং শ্রমিক, কৃষক ও পরিযায়ী লোকজনের সমস্যার প্রতি নজর দেওয়া উচিত। তিনি বলেছেন, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী ব্যাঙ্কার বা কৃষকদের নিয়ে একটাও বৈঠক ডাকেননি। কৃষক বা শ্রমিকদের কাছে একটি নয়া পয়সাও পৌঁছয়নি।
ইয়েদুরাপ্পা সরকারের বিবেকানন্দের মূর্তি বসানোর ভাবনায় আপত্তি জানিয়ে পরিবেশবাদীরাও দাবি করছেন, এহেন নির্মাণ এলাকার জমির চরিত্র বদলে দেবে। বেগুর লেকে যাবতীয় কাজকর্মে সাম্প্রতিক হাইকোর্টের স্থগিতাদেশেরও উল্লেখ করেছেন তাঁরা।
প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত পটেলের ৫৯৭ ফুট উঁচু মূর্তিটি বিশ্বের দীর্ঘতম। ২০১৮-র অক্টোবর তা উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিন একর জমিতে ১২০ ফুট উঁচু বিবেকানন্দের মূর্তি বসাবে কর্নাটক সরকার, কেন আপত্তি কংগ্রেস, পরিবেশবাদীদের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2020 08:43 PM (IST)
রাজ্যের আবাসনমন্ত্রী ভি সোমান্না বলেছেন, বান্নেরঘাট্টা ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০ কিমি দূরে মুথালিয়া মাদুভি জলপ্রপাতের কাছে বসবে ওই মূর্তি। ১৫ দিনের মধ্যে পুরো প্রকল্পের পূর্ণ প্ল্য়ানিং, বিস্তারিত খুঁটিনাটি সরকার প্রকাশ করবে বলে জানিয়েছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -