বেঙ্গালুরু: ‘প্রেমের নামে, টাকার লোভ দেখিয়ে রাজ্যের যুবতীদের প্রলুব্ধ করে ধর্ম বদলানো হচ্ছে। আমরা এটা খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। বিস্তারিত পর্যালোচনা করে কঠোর পদক্ষেপ করব আমরা।‘ কর্নাটকে ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার। ‘লাভ জিহাদে’র নামে ধর্ম বদলের অভিযোগ তুলে তার বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন তিনি। ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ম্যাঙ্গালুরুতে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে বলেন, সাম্প্রতিক কালে কর্নাটকে লাভ জিহাদের নামে ধর্মবদলের খবর দেখছি মিডিয়ায়। এখানে আসার আগে সরকারি কর্তাদের সঙ্গে আলোচনা করেছি এ নিয়ে। অন্য রাজ্যগুলি কী করেছে বা করেনি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কর্নাটকে এর অবসান ঘটাতে হবে আমাদের।
বুধবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই রাজ্য সরকার শুধুমাত্র বিয়ের জন্য ধর্মবদল রুখতে আইন চালুর কথা সরকার ভাবছে বলে জানান। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি টি রবিও সম্প্রতি ট্যুইট করে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ধাঁচে বিয়ের জন্য ধর্মবদল রোধে কর্নাটকে আইন প্রয়োগ করা হবে বলে জানান। বলেন, জিহাদিরা আমাদের বোনেদের সম্ভ্রমহানি করবে, এটা দেখে চুপ করে থাকতে পারব না আমরা। ধর্মবদলে যে-ই জড়িত থাকবে, তাকে দ্রুত, কঠোর শাস্তি পেতে হবে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক মামলায় রায় দিয়েছে, শুধুমাত্র বিয়ের জন্য ধর্মবদলের আইনি বৈধতা নেই। সদ্যবিবাহিত এক দম্পতির আবেদন নাকচ করে এই অবস্থান ঘোষণা করে হাইকোর্ট।