নয়া দিল্লি: ভূস্বর্গে ভয়াবহ জঙ্গি হামলা। কাশ্মীরে এবার রিসর্টে জঙ্গি হানা। এখনও পর্যন্ত খবর, এই হামলায় নিহত ২ পর্যটক, আহত ১০। জানা গিয়েছে, বৈসরণ উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলি চলে। এই ঘটনার পরই এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে আহত পর্যটকরা রাজস্থানের। এই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলেই সূত্রের খবর। 

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সকল উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, দু’দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে রয়েছেন মোদি। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই নিয়ে তৃতীয়বার সৌদি গিয়েছেন তিনি। সেখান থেকেই তিনি এই নির্দেশ দেন ফোনে, এমনটাই সরকারি সূত্রে খবর।                                   

ইতিমধ্যেই অমিত শাহ জানিয়েছেন, ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি ও অফিসাররা এজেন্সিদের সঙ্গে বৈঠকে বসতে শ্রীনগর যাচ্ছি। 

সূত্রের খবর, দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর পোশাক পরা ২ থেকে ৩ জন সন্ত্রাসী বৈসরণ এলাকায় এসে ঘোড়ায় চড়ে আসা পর্যটকদের উপর গুলি চালায়। পহেলগাঁও বাজার থেকে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে বৈসরণে পৌঁছানোর জন্য পর্যটকরা ঘোড়ায় চড়ে যান কারণ সেখানে যাওয়ার কোনও রাস্তা নেই। সেই সময়ই হামলা হয়।  

এই ঘটনায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, 'এই ঘটনায় আমি শোকাহত। পর্যটকদের উপর এই আক্রমণ জঘন্য কাজ। এই হামলার অপরাধীরা পশু, অমানবিক এবং অবমাননার যোগ্য। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের চিকিৎসার ব্যবস্থা তদারকি করতে হাসপাতালে গিয়েছেন আধিকারিকরা। আমিও অবিলম্বে শ্রীনগরে ফিরে যাচ্ছি।'