কলকাতা: তাঁরা কাশ্মীরে থাকাকালীনই, পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। কিন্তু তাতেও পর্যটকদের মনোবলে আঘাত দেওয়া যায়নি। সুযোগ হলে আবার কাশ্মীর আসার কথা বলছেন পর্যটকরা। 

পর্যটকদের ভিড় বাড়ছে: মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। পহেলগাঁওজুড়ে নিথর নৈঃশব্দ। চারদিকে সেনাবাহিনীর কড়া পাহারা। তারই মধ্যে দেখা গেল আশার আলো। শুক্রবার রাস্তা খুলতেই কয়েকজন পর্যটক পহেলগাঁওয়ে পৌঁছে যান। মঙ্গলবার ডাল লেকে বসে নারকীয় হত্যালীলার খবর পেয়েছিল কেরলের এই ট্যুরিস্ট দল। সোনমার্গ গুলমার্গ ঘুরে আজ পহেগাঁওয়ে এসেছেন অনেকেই। কেরলের এক বাসিন্দা বলেন, "এখানে যা হয়েছে তার জন্য খুব দুঃখিত। কিন্তু আমরা কাশ্মীরি ও সেনাদের ভরসা করি, সেইজন্য এখানে এসেছি। কাশ্মীরিরা খুব ভাল। আমাদের খুব সাপোর্ট করেছে। আমরা এসেছি। আবারও আসব।''মঙ্গলবারই পহেলগাঁও যাওয়ার কথা ছিল হুগলির ১৩ জনের এই ট্যুরিস্ট দলের। কিন্তু নিরাপত্তার কারণে পথেই তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় কাশ্মীরি গাড়ি চালকই। আজ সেই স্থানীয় কাশ্মীরি আর সেনার ভরসাতেই পহেলগাঁওয়ের দিকে পা বাড়ান এরা। হুগলির বাসিন্দা এক পর্যটক বলছেন, "ভয় নেই বলব না। আছে। তবে খুব বেশি ভয় নেই। তখন যেমন ভয় লেগেছিল ২২ তারিখে। আজকে সেই ভয়টা অতটা নেই যেহেতু প্রচুর এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার জন্য অতটা ভয় নেই।''

পর্যটকদের উৎসাহ দেখে আপ্লুত কাশ্মীরের পর্যটন ব্যবসায়ীরা। পহেলগাঁওয়ের ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলেন, "ওঁরা আমাদের ভাই, অতিথি। আমরা স্বাগত জানাই। যা হয়েছে ভুলে যাও। কাশ্মীর আসতে হবে। কাশ্মীর আপনাদের। কাশ্মীর দেখতে হবে। যদি ওরা এখানে আসতে ভয় পায় তাহলে আমাদের শত্রু সফল হয়ে যাবে।''

এদিকে পহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই নিরীহ পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিনদু পর্যটকদের। সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে ৫ জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সৈফুল্লাহ্। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে বসে পহেলগাঁও হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়। মার্চ মাসে মীরপুরে ওই বৈঠক করে পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিরা।