শ্রীনগর: লকডাউনে বাড়ি থেকে বহু দূরে আটকে পড়েছেন অনেকেই। ভিন রাজ্যে কাজ হারিয়ে শ্রমিকরা বাড়ি ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তা বলে বাড়ি ফেরার জন্য মড়া সাজা? ভাবা যায়?
সম্প্রতি ক্ষতের চিকিৎসার জন্য এক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাশ্মীরের বাসিন্দা এক যুবক। তারপর ভালও হয়ে উঠছিলেন। হঠাৎই দেশ জুড়ে লকডাউন। বাড়ি ফিরে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু বাড়ি ফেরার জেদে অনড় ওই যুবক। শেষমেষ আরও ৩ জনকে দলে জুটিয়ে ফন্দি আঁটেন তিনি। নকল ডেথ সার্টিফিকেটও জোগাড় করে ফেলেন রাতারাতি। তারপর প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে কাশ্মীরের পুঞ্চের উদ্দেশ্যে হাকিম ডিনের সাজানো মৃতদেহ নিয়ে রওনা দেয় আরও তিন যুবক। কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দেওয়া কি এত সহজ? দেশের সর্বত্র চলছে নাকা চেকিং। একটি চেকিং পয়েন্টে পুলিশ সোজা গিয়ে উঠে পড়ে অ্যম্বুলেন্সে। তারপর হাতেনাতে ধরা পড়ে যান হাকিম ডিন সহ ৪ ব্যক্তি। পুলিশ সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে কোয়ারেন্টিনে নিয়ে যায়।