Kashmir News: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে কাশ্মীর জুড়ে চলছে সেনা অভিযান। কুলগাম থেকে সন্ত্রাসে সহযোগিতা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছ। নিরাপত্তারক্ষীদের হাতে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার কাইমোহ এলাকার থোকেরপোরা থেকে গ্রেফতার হয়েছে দুই সন্দেহভাজন ব্যক্তি। এই ২ জন জঙ্গি কার্যকলাপে সহযোগিতা করেছিল বলে অভিযোগ উঠেছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পুরুষদের নিশানা করে মাথায় গুলি করা হয়েছে। নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে চার জঙ্গির ছবি প্রকাশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। কিন্তু এখনও হামলাকারীদের কেউই ধরা পড়েনি। আর তার জেরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় চলছে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি। এই ৩ জনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান। গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান-উল- হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গণিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোরায়আরেক লস্কর জঙ্গি শহিদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল ও বিজবেহারায় দুই জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়।
পহেলগাঁওয়ে হিন্দু-নিধন, এক সন্দেহভাজন জঙ্গি আটক। বান্দিপোরা থেকে ইজাজ আহমেদ নামে একজন আটক। প্রত্যক্ষদর্শীদের দেওয়া ছবির সঙ্গে মিল, আটক করে জিজ্ঞাসাবাদ। রাজৌরিতেও চলছে তল্লাশি অভিযান।