Kashmir Incident: পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই, জানালেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। সেই সঙ্গে প্রতিবেশে দেশ ভারতে হওয়া এই অস্থিরতার জন্য ভারতকেই দায়ী করেছেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, সেই দেশের শাসকদল পাকিস্তান মুসলিম লিগ (এন) - এর বর্ষীয়ান নেতা এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অত্যন্ত ঘনিষ্ঠ। জম্মু এবং কাশ্মীরে হওয়া এই অশান্তির জন্য 'বিপ্লবী' এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 'স্বশাসিত' শক্তিকেই দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে পহেলগাঁও হামলায় নিহদের জন্য দুঃখপ্রকাশ করেছে। তবে এর পাশাপাশি এই ঘটনাকে কিন্তু জঙ্গি হামলা বলে নিন্দা করার ব্যাপারে বিরত থেকেছে ভারতের প্রতিবেশী দেশ। 

অন্যদিকে, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা প্রসঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে কোনও বিবৃতি এখনও জারি করেনি ভারত সরকার। তবে কাশ্মীরে জঙ্গি হামলার এই ঘটনা থেকে ইসলামাবাদের দূরত্ব তৈরি করতে কিন্তু তৎপর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গেও এখনও পাল্টা কোনও জবাব দেওয়া হয়নি ভারতের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ২২ এপ্রিল, ২০২৫- র বৈসরণে পর্যটকদের উপর যে হামলা হয়েছে তার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন TRF। 

অনন্তনাগ জেলার কাছে পহেলগাঁওয়ের বৈসারণে কী হয়েছে গতকাল 

ভয়ঙ্কর ভূ-স্বর্গ। ফের রক্তাক্ত কাশ্মীর। পুলওয়ামার পর পহেলগাঁও। ২০১৯ সালের পর ২০২৫। ৬ বছর পর ফের সন্ত্রাসের ভয়ানক চেহারা দেখল গোটা বিশ্ব। ধর্মীয় পরিচয় জেনে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল পর্যটকদের। জঙ্গলের ভিতর থেকে স্থানীয় পুলিশের পোশাকে বেরিয়ে আসা জঙ্গিরা, এমনই খবর পাওয়া গিয়েছে। তাদের সকলেরই মুখ ঢাকা ছিল। পর্যটকদের আচমকাই নাম-পরিচয় জানতে চাওয়া হয়। ধর্মীয় পরিচয় জানার পরই শুরু হয় গুলিবৃষ্টি। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে তদন্তকারীরা। প্রত্যক্ষ্যদর্শীদের বয়ানের ভিত্তিতেই এই স্কেচ নির্মাণ করা হয়েছে। গোটা কাশ্মীর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। আকাশপথে চলছে নজরদারি। আশঙ্কা বৈসারণের পাশের ওই জঙ্গলেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তাদের খোঁজে চলহে চিরুনি তল্লাশি। সাঁজোয়া গাড়ি নিয়েও রাস্তায় চলছে টহলদারি। হামলাকারীদের মধ্যে রয়েছে পাক জঙ্গি আদিল ও আসিফ, এমনটাই খবর সূত্রের। 

পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল ৪ জঙ্গি। পরিস্থিতির ওপর নজর রাখছিল আরও ৩ জঙ্গি, সূত্রের খবর। হামলাকারীদের মধ্যে রয়েছে ২ পাক জঙ্গি আদিল ও আসিফ শেখ। ২০১৮ সালে ভারতে অনুপ্রবেশ পাক জঙ্গি আদিলের, সূত্রের খবর। এখনও অধরা হামলাকারী জঙ্গিরা, উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়েও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।