শ্রীনগর: দিল্লিতে তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের শপথগ্রহণ ঘিরে চূড়ান্ত তৎপরতার সময়ই জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। অতর্কিত হামলায় টাল সামলাতে না পেরে খাদে পড়ে যায় বাসটি। এই হামলায় এখনও পর্যন্ত ১০ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩৩ জন। (Kashmir Terrorist Attack)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে বাসটি শিব খোরি গুহা মন্দির থেকে ফিরছিল। সেই সময়ই রিয়াসি এলাকায় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। মুহুর্মুহু গুলি ছুটে আসে। ঘটনাস্থলেই ১০ জন পুণ্যার্থী মারা যান। রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মোহিত শর্মা জানান, গুলিবৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারান বাসের চালক। তাতেই খাদে গিয়ে বাসটি। (Terror Attack in Kashmir)
রবিবার সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে জঙ্গিরা বাসটি লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই খাদে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে নামেন। সওয়া ৮টা নাগাদ বাস থেকে যাত্রীদের তাঁরা বের করে আনতে ,ফল হন বলে জানা গিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় রিয়াসি থানার পুলিশও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলায় ১০ জনের মৃত্যুর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছে রিয়াসি থানার পুলিশ। রিয়ালসসি, ত্রেয়থ এবং জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। বাসে যে যাত্রীরা ছিলেন, তাঁরা কেউই উপত্যকার বাসিন্দা নন, বাইরে থেকে তীর্থে এসেছিলেন বলে জানা গিয়েছে। হামলাস্থলে পৌঁছেছে পুলিশ, ভারতীয় সেনা এবং সিআরপিএফ। এলাকায় তল্লাশি শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজ চলছে।
পুণ্যার্থীদের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন উপত্যকার রাজনীতিকরা। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার কথা, 'অত্যন্ত দুঃখজনক খবর। জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বাসে জঙ্গিদের হামলায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছেন হামলায়। এই হামলার তীব্র নিন্দা করছি আমি। যে এলাকা এতদিন জঙ্গিমুক্ত ছিল, সেখানেও হামলাকারীদের এই ফিরে আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক'।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর NDA সরকার যখন দিল্লিতে শপথ নিচ্ছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যখন দিল্লিতে, সেই সময় জঙ্গি হামলায় ১০ জনের প্রাণ গেল। এই জঘন্য হামলার, যাতে দেশের জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে, তার তীব্র নিন্দা করছি আমরা। তিন সপ্তাহ আগেই পহলগামে পর্যটকদের উপর হামলা হয়। লাগাতার জম্মু ও কাশ্মীরে নাশকতা ঘটে চলেছে। কাশ্মীরে শান্তি ফিরেছে, সব স্বাভাবিক বলে বুক বাজিয়ে যে ধারণা তৈরির চেষ্টা চালাচ্ছে মোদি সরকার, তা কতটা ফাঁপা, এতেই বোঝা যায়। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ'। নিহত ও আহতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক বলেও আর্জি জানিয়েছেন খড়্গে।
সবিস্তার আসছে