নয়াদিল্লি : দেশবিরোধী কাজে উৎসাহ দেওয়া, অস্ত্র মজুত করা ইত্যাদি অভিযোগে জম্মু - কাশ্মীরের সংবাদমাধ্যম কাশ্মীর টাইমসের জম্মুর দফতরে তল্লাশি চালাল সে-রাজ্যের তদন্তকারী সংস্থা এসআইএ। পুলিশ সূত্রের খবর,‘দেশবিরোধী’কাজে মদত ও উৎসাহ দান করত এই সংস্থা। তল্লাশিতে ওই অফিস থেকে উদ্ধার করা হয়েছে বহু পিস্তল, কার্তুজ,গ্রেনেডও । উপত্যকার সংবাদমাধ্যমে তল্লাশি নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য । অন্যদিকে সংবাদমাধ্যমের যুক্তি, ফাঁসানোর চেষ্টা চলছে তাদের, মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে ।
পুলিশ সূত্রের খবর, সারা দিন ধরে তল্লাশিতে AK-47, কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার করা হয়েছে এবং এখনও চলছে। পুলিশ ও তদন্তকারী সংস্থার খবর, ভারত ও কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করার অভিযোগে দায়ের হয়েছে মামলা। এছাড়া সংস্থার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করার অভিযোগও রয়েছে কাশ্মীর টাইমসের বিরুদ্ধে । দায়ের করা হয়েছে এফআইআর। জানা গিয়েছে এফআইআরে নাম রয়েছে সংবাদমাধ্যমের কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনেরও। কাশ্মীর টাইমসের কার্য নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের কথায় , "আমি আশ্চর্য হয়েছি ,তবে হতবাক নই...গোয়েন্দারা যে অফিসটি তে তল্লাশি চালায়, তা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। আমি এমনকি জানি না যে তারা সেই জায়গায় কী খুঁজছিল"। প্রকাশিত হয়েছে 'আউটলুকে'।
SIA একটি বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীর টাইমস-এর জম্মু ও কাশ্মীরের রেসিডেন্সি রোডের অফিসে দৈনিক জম্মু কাশ্মীরের তদন্তকারী সংস্থা SIA তল্লাশি চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের ভেতরে ও বাইরে কর্মরত বিচ্ছিন্নতাবাদী এবং অন্যান্য দেশবিরোধী সংগঠনগুলিরগুলির সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে Kashmir Times /kashmirtimes.com-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তল্লাশি চালানো হয়েছে।"
উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর সিং চৌধুরী বলেন, এ ধরনের তল্লাশি প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। কারও চাপে পড়ে এগুলো করা ঠিক নয়। যদি তাঁরা কিছু ভুল করে থাকেন, তবে ব্যবস্থা নেওয়া উচিত। যদি তাঁরা ভুল করে থাকেন, তবে তাঁদের এর ফল ভুগতে হবে। তবে যদি শুধু চাপ দেওয়ার জন্য এমনটা করা হয়ে থাকে, তবে সেটা অন্যায়।
PDP নেতা ইলতিজা মুফতি এই তল্লাশি অভিযানের কড়া সমালোচনা করেন। বলেন, কাশ্মীর টাইমস কাশ্মীরের সেই কয়েকটি খবরের কাগজের মধ্যে অন্যতম, যারা চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করতেও রাজি হয়নি। দেশ বিরোধী কার্যকলাপ করার আড়ালে তাদের অফিসে তল্লাশি চালানো নির্বুদ্ধিতা, এর থেকে স্বৈরাচারিতার গন্ধ বেরোচ্ছে।
PDP ইউথ প্রেসিডেন্ট আদিত্য গুপ্তও এই তল্লাশি অভিযানের কড়া সমালোচনা করেছেন। বলেন, কাশ্মীর টাইমসের প্রতিষ্ঠাতা বেদ ভাসিন ছিলেন জম্মু-কাশ্মীরে সবথেকে সাহসী কণ্ঠস্বরগুলির মধ্যে একটি। তিনি ছিলেন নির্ভীক, সত্যবাদী...তাঁকে চুপ করানো অসম্ভব। তাঁর মেয়ে অনুরাধা ভসিন একইরকম সাহসিকতার সঙ্গে সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কয়েক দশক ধরে, এই খবরের কাগজ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ হয়ে হওয়া, শাসনের ব্যর্থতা এবং বড় রাজনৈতিক পরিবর্তন সংক্রান্ত খবর নির্ভীক ভাবে তুলে ধরেছে। প্রতিটি হুমকি ও প্রতিটি চাপের পরেও, কাশ্মীর টাইমস অবিচল ছিল।