বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকরী, নয়াদিল্লি: দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। আর  ফের একবার ছাব্বিশে বাংলা দখলের হুমকি দিলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। বললেন, ''বিহারে আমাদের জয় হয়েছে, এবার বাংলার পালা।"

Continues below advertisement

আরও পড়ুন, ' ১ কোটি ১৫ লক্ষ মতো বাদ যেতে পারে..' ! SIR আবহে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Continues below advertisement

 ২০২১-এর ফলাফল মনে করিয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।নরেন্দ্র মোদির উপস্থিতিতে দশম বারের জন্য় মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার।উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় কুমার সিন্হা এবং সম্রাট চৌধরি। আর এই আবহেই ফের একবার অঙ্গ জয়ের পর এবার বঙ্গে গেরুয়া পতাকা ওড়ানোর ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বেগুসরাই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেন, বিহারের মানুষ নরেন্দ্র মোদি, নীতীশ কুমারের প্রতি বিশ্বাস রেখেছে। আর যত বড় জয় হয়েছে, তত বড় দায়িত্বও আছে। যেটা পূরণ করবেন নরেন্দ্র মোদি ও নীতীশ কুমার। কিন্তু বিহারে আমাদের জয় হয়েছে, এবার বাংলার পালা। দিদি, বাংলাকে বাংলাদেশ হতে দেব না। এই কাজটাও বিজেপি করবে।  বিজেপি রাজ্য় সহ সভাপতি  জয়প্রকাশ মজুমদার বলেন, এই গিরিরাজ সিংহ একটা অদ্ভুত নেতা। মধ্যে মধ্যে দেখি বাংলা নিয়ে কথা বলে।  ইনি বলছেন যে, বিহার হয়ে গেছে এবার বাংলা। এসব তো কথা শুনেছি আগেও। ২০২১-এও, '২১-এর আগে ২০২০-তে যখন বিহার জিতেছিলেন বিজেপি এবং নীতীশ মিলে, তখনও একই কথা শুনেছিলাম, এবার বাংলার পালা। বলা হয়েছিল, এবার ২০০ পার। আপনারা দেখুন, তারপরে বাংলায় আমরা আসলাম ২১৩টা আসন নিয়ে। মোদিও পালিয়ে গেলেন, অমিত শাহও পালিয়ে গেলেন।  বিহারের ফল ঘোষণার দিন নরেন্দ্র মোদিও বুঝিয়ে দিয়েছিলেন এবার লক্ষ্য় পশ্চিমবঙ্গ! সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছোয়। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিল বিহার। আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।

বিজেপি রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ২০২৬-এ একই ঘটনা ঘটতে চলেছে। বাংলা কোনওদিন বিজেপির সঙ্গে ছিল না। আর কোনওদিন বিজেপি বাংলায় আসতে পারবে না। ২০২০-তে বিহারে NDA- সরকার গড়লেও, ২১-এ পশ্চিমবঙ্গে জেতার স্বপ্ন অধরাই থেকে যায় মোদি-অমিত শাহর। এবার কী হবে? উত্তর ভবিষ্য়তের গর্ভে!