মুম্বই: করোনার জেরে গোটা দেশে লকডাউন। আমার, আপনার মত সেলেবরাও রেঁধে বেড়ে খেতে বাধ্য হচ্ছেন, ঘর পরিষ্কারও করছেন নিজের হাতে। ব্যতিক্রম নন ক্যাটরিনা কাইফও। তাতে তাঁকে দেখা যাচ্ছে বোন ইসাবেলের সঙ্গে রান্না করতে।

দুজনে মিলে ঠিক কী রান্না করছেন তা পরিষ্কার নয়। ক্যাটরিনাও বুঝতে পারছেন না, কী বানিয়ে ফেলেছেন তাঁরা!

দেখুন ভিডিও


এর আগে ক্যাটরিনার বাসন ধোয়া ও ঘর ঝাঁট দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেখুন ঝাঁট দিতে দিতে তাঁর ক্রিকেট খেলার ভিডিও


সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা বেশ সক্রিয়। নিয়মিত নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি।