নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর চেহারা নিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ায় কার্যত সব দেশ লকডাউনের রাস্তায় হেঁটেছে, যার ফলে দেশে দেশে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, কলকারাখানা, অফিস ঝাঁপ বন্ধ করেছে। কাজ হারাচ্ছে লোকে। বিশ্ব অর্থনীতি নজিরবিহীন বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে মার্কিন মুলুকে এইচ-১বি ভিসাধারী ভারতীয়দের কাজ হারানোর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে দলের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, কেন্দ্রের সরকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলুক যাতে আরও ভারতীয়কে আমেরিকায় কোভিড-১৯ সংক্রমণের ধাক্কায় বেকার হতে না হয়। সুরজেওয়ালা বলেন, আমাদের নমস্তে ট্রাম্প-এর মৃদু ক্ষমতার জোরে যাতে আমেরিকায় এইচ-১বি ভিসাধারী ভারতীয়রা সুবিচার পান,  সেটা প্রধানমন্ত্রীর সুনিশ্চিত করার সময় এখন।  করোনাভাইরাসের প্রভাবে আমেরিকায় ইতিমধ্যেই যে মার্কিনিদের সাময়িক সবেতন ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাঁদের কম সময়ের জন্য কাজ করার অনুমতি মঞ্জুর করা হয়েছে, তার উল্লেখ করেন সুরজেওয়ালা।

তিনি বলেন, আমাদের দাবি, মোদি সরকারকে সুনিশ্চিত করতে হবে যে, আমেরিকায় এইচ-১বি ভিসাধারী ভারতীয়দের চাকরি খোয়ানো পরবর্তী লোকসানের মেয়াদ বা সীমা  ১৮০দিন পর্যন্ত বাড়বে, যাতে তাঁরা পরিস্থিতি কিছুটা ভাল হলে অন্য কোনও চাকরি খুঁজে নেওয়ার পর্যাপ্ত সময় পান।  মোদি সরকারকে এটাও  নিশ্চিত করতে হবে যে, চাকরি হারানো এইচ-১বি ভিসা থাকা ভারতীয়দের নিখরচায় কোভিড-১৯ ও অন্যান্য স্বাস্থ্য বিমার আওতায় ফেলা হবে, তাঁদের পরিবারকেও সুবিধা দেওয়া হবে।

এই ছোঁয়াচে রোগের চিকিৎসায় ওষুধ হিসাবে ব্যবহার করা হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানির ক্ষেত্রে ‘ভারত প্রথম’  নীতির সঙ্গে আপস করা হয়েছে বলে অভিযোগ করেও মোদি সরকারকে একহাত নেন সুরজেওয়ালা।

আমেরিকায় এপর্যন্ত করোনাভাইরাসের বলি হয়েছেন ১১ ভারতীয়, আটকে রয়েছেন অসংখ্য, যাঁদের দেশে ফেরার উপায় নেই আপাততঃ।