নয়া দিল্লি: অপেক্ষার অবসান। রাত পোহালেই শুরু হচ্ছে কেদার যাত্রা। যদিও আবহাওয়া অত্যন্ত খারাপ উত্তরাখণ্ডের এই এলাকায়। তুষারপাতের জেরে রাস্তার হাল এখনও বেহাল। তবে খারাপ আবহাওয়ার হওয়া সত্ত্বেও চলছে চূড়ান্ত প্রস্তুতি। 


তুষারপাতের মধ্যেই ডোলিতে করে ভগবান কেদারনাথ পৌঁছেছেন মন্দিরে। মঙ্গলবার সমস্ত আচার-অনুষ্ঠানের মাধ্যমে খুলছে মন্দির। মন্দির সাজছে ফুল দিয়ে। ২০ কুইন্টাল ফুল ব্যবহার করা হয়েছে মন্দির সাজাতে।






উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন বলেই জানানো হয়েছে। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেছেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।'


টানা তুষারপাতের জেরে এদিন থেকেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ জানিয়ে গারওয়ালের প্রশাসনিক আধিকারিক নরেন্দ্র সিং কাবিরিয়াল জানান, ঋষিকেশ এবং হরিদ্বারের খারাপ আবহাওয়া এবং অতরিক্ত তুষারপাতের জেরেই ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত করা হবে। তবে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন আপাতত বন্ধ হলেও বাকি তিনধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথের রেজিস্ট্রেশন যাত্রা চলছে।


চারধাম যাত্রার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, 



  • পার্বত্য এলাকায় আবহাওয়ার সঙ্গে শরীরের খাপ খাওয়ানোর জন্য অন্তত ৭ দিন থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের।

  • ছাতা, রেনকোট, গরম জামাকাপড়, খাবারের ব্যবস্থা রাখতে হবে।

  • পাঁচ-দশ মিনিটের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন প্রায় আধা ঘণ্টা হাঁটুন।

  • চার ধাম যাত্রার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।

  • কোনও কারণে স্বাস্থ্যের অবনতি হলে ১০৪ হেল্পলাইন নম্বরে ফোন করুন।

  • চার ধাম যাত্রা চলাকালীন করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট