কলকাতা: নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়ার (Aaliya Siddiqui)-র বৈবাহিক সম্পর্কের সমস্যার কথা প্রায় প্রতিদিনই জায়গা করে নিচ্ছে শিরোনামে। দীর্ঘদিন থেকে এই বিষয়ে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন আলিয়া, পাল্টা জবাব দিয়েছেন নওয়াজও। কিন্তু কেন নওয়াজের স্ত্রী এমনভাবে প্রকাশ্যে এনেছিলেন ব্যক্তিগত বৈবাহিক সমস্যা? সেই কথা প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। 


সম্প্রতি একটা সাক্ষাৎকারে আলিয়া বলেন, 'আমি ভেবেছিলাম আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলব না। এমনকি এখনও আমি সমর্থন করি না, ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনা। কিন্তু আমি বুঝেছিলাম, ব্যক্তিগত সমস্যার কথা না বললে আমার নিজের দমবন্ধ লাগছে। আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা কেউ বুঝতে পারছেন না। আমার মনে হয়, যদি কোনও মানুুষকে কঠিন পরিস্থিতির সঙ্গে একা লড়াই করতে হয়, তার পাশে যদি কেউ না থাকে, তাহলে সে ইচ্ছা করলে নিজের সমস্যার কথা বাইরের মানুষকে বলতে পারে। এতে হয়তো তাঁর মনে হবে, তাঁর পাশে কেউ রয়েছে। আমার বৈবাহিক সমস্যার জন্য আমার কেরিয়ারে সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল, সবাইকে না বললে যেন আমার কষ্ট বাড়বে। আর তাই প্রকাশ্যে সমস্যার কথা বলা।'


এখানেই থামেননি আলিয়া। বলেন, 'আমি এই সমস্যাটা সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসি কারণ আমি সবাইকে জানাতে চেয়েছিলাম আমি ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। খুব গভীর একটা সমস্যা, মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যার কথা আমি আর কাউকে বলতে পারছিলাম না। ১২ বছর ধরে আমি এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কেরিয়ার নষ্ট হচ্ছিল আর সেটা আমি হতে দিতে পারি না।'


সম্প্রতি অপর একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, 'আমার সন্তানেরা দুবাইয়ে থাকতে প্রস্তুত হয়েছে। সেটা বাধ্য় হয়ে নয়, আনন্দের সঙ্গেই। আমি আমার সন্তানদের নিয়ে এখন দুবাইতে রয়েছি, কারণ ওদের পড়াশোনার ক্ষতি হতে দেওয়া যাবে না। আদালত বলেছে নওয়াজের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে নিতে। নওয়াজ কথা দিয়েছে ও দুবাইতে সন্তানদের যাবতীয় খেয়াল রাখবে। আদালতের যাবতীয় শর্তে রাজি হয়েছে নওয়াজ আর তাই সন্তানদের নিয়ে দুবাই চলে এসেছি আমি।'


নওয়াজের সঙ্গে সম্পর্ক নিয়ে আলিয়ার মন্তব্য, 'আমি বিচ্ছেদের কথাই বলেছিলাম, কিন্তু আদালত আমাদের বলেছে নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে। নওয়াজ এই মুহূর্তে সফর করছেন। ও একবার ফিরে এলে আমরা নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলব ও সুস্থভাবে বিচ্ছেদের পথেই হাঁটব। আর লড়াই চাইছি না। আপাতত যা যা সমস্যা ছিল সমস্তটাই মিটিয়ে ফেলেছে নওয়াজ। আমাদের সন্তানেরাও ভাল আছে।'


আরও পড়ুন: Baisakhi Banerjee: সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে সিনেমায় পদার্পণ, 'ফাটাফাটি' সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়