ট্রেন্ডিং

শারীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল করল ডিভিশন বেঞ্চ

আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ আদালতের,

পাকিস্তানের পর্দাফাঁসে এবার কেন্দ্রের হয়ে বিশ্বের দরবারে যাচ্ছেন অভিষেক

সত্য়ি হচ্ছে পূর্বাভাস, কেরলে বর্ষা ঢোকার দিনক্ষণ জানাল মৌসম ভবন

সোনা পরিষ্কার করাবেন ? কোনও অজ্ঞাত পরিচয়ের এই ডাকে সাড়া দিয়েছেন কী মরেছেন ! মালদায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
আমরা কথা দিলে কথা রাখি, বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন ৪৮ লক্ষ মানুষ: মমতা
ঘরে শিবলিঙ্গ রয়েছে? এই ১১টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন
শিব পুরাণ বলছে, শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত, অল্প পুজো করলেই শুভ ফল মেলে।
Continues below advertisement

কলকাতা: ভগবান শিব বিরাজ করছেন শিবলিঙ্গতে। শিব পুরাণ বলছে, শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত, অল্প পুজো করলেই শুভ ফল মেলে। যদি বাড়িতে শিবলিঙ্গ রাখেন, তবে এই বিষয়গুলিতে গুরুত্ব দিন।
১. যদি শিবলিঙ্গের পুজো না করতে পারেন, তবে তা বাড়িতে রাখবেন না।
২. ঘরে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা উচিত না। বিধিমত পুজো করুন, নিত্য অভিষেক করুন।
৩. নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখা উচিত। এটি অত্যন্ত শুভ।
৪. শিবলিঙ্গ হবে ছোট, আমাদের বুড়ো আঙুলের ওপরের গাঁটের বেশি দৈর্ঘ্য থাকা উচিত নয়। বেশি বড় শিবলিঙ্গ মন্দিরের পক্ষে উপযোগী।
৫. শিবলিঙ্গ রোজ সকাল-সন্ধে পুজো করা উচিত। যদি নিয়মিত পুজো করতে না পারেন, তবে বাড়িতে তা রাখবেন না।
৬. শিবপুরাণ বলছে, বাড়িতে একের বেশি শিবলিঙ্গ রাখবেন না।
৭. ঘরের কোনও আবদ্ধ জায়গায় শিবলিঙ্গ রাখা উচিত নয়। সব সময় খোলা জায়গায় রাখা উচিত।
৮. বাস্তুশাস্ত্র অনুযায়ী, শিবলিঙ্গ শক্তির আধার। তাই তার ওপর সব সময় যেন জলধারা এসে পড়ে, যা শক্তি নিয়ন্ত্রণে রাখে। কেউ কেউ শিবলিঙ্গে সপ্তাহে একবার বা প্রতিদিন জল অর্চনা করেন, তা ঠিক নয়। এতে সংসারে অশান্তি হয়।
৯. যদি বাড়িতে ধাতব শিবলিঙ্গ রাখতে চান, তবে তা সোনা, রুপো বা তামানির্মিত হওয়া উচিত। সেই ধাতুর তৈরি একটি নাগও শিবলিঙ্গে জড়িয়ে থাকতে হবে।
১০. ভগবান শঙ্কর কেতকী ফুল, তুলসী, সিঁদুর ও হলুদ পছন্দ করেন না। তাই এই সব জিনিস শিবলিঙ্গে চড়ানো উচিত নয়।
১১. ঘরে শুধু শিবলিঙ্গ রাখবেন না। সঙ্গে ভগবান শঙ্করের পুরো পরিবারের ছবি রাখবেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে