কোচি: কেরলের (Kerala) মালাপ্পুরমে মাঝ নদীতে উল্টে গেল পর্যটক বোঝাই হাউসবোট (Houseboat)। ২২ জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনা। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা রয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সন্ধেয় মালাপ্পুরমের থুভাল থিরাম পর্যটনকেন্দ্রে (Tourist Center) এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাউসবোটে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ২২ জনের মৃত্যু ছাড়াও এই ঘটনায় ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। নদীতে হাউসবোটটি উল্টে যাওয়ায় তার নিচে অনেকের আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নদীতে স্রোত এবং ঢেউ থাকায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন দমকল কর্মীরা, বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যেয় ৭টায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যদিও কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই কারণ এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুর্ঘটনাগ্রস্থদের পরিবারদের ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদেরভ পরিবারের জন্য অর্থসাহায্যর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মাল্লাপুরম জেলার কালেক্টরকে যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ করার বির্দেশ দেন তিনি। আহতরা যাতে ঠিকমতো চিকিৎসা পান সেই ব্যবস্থার দিকেও নজর দিতে বলেছেন তিনি। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী বিজয়ন তাঁর সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করেছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন।
আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!