নয়াদিল্লি: কেরলের কংগ্রেস সাংসদ হিবী ইডেনের স্ত্রীর বিতর্কিত পোস্ট ঘিরে এখন তোলপাড় রাজনৈতিক মহল। কেরলের বিস্তৃত এলাকা যখন জলের তলায়, ঠিক তখনই সাংসদ-পত্নীর এই লেখা নিয়ে প্রায় ঝড় উঠল। বন্যাদুর্গত কেরলের একটি দৃশ্য ও তার সঙ্গে তাঁর স্বামীর আইসক্রিমে মজে থাকা একটি ছবি পোস্ট করেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাগ্য ঠিক ধর্ষণের মতো, আটকাতে না পারলে মজা লুটুন।’ – সাংসদ পত্নীর এই ট্যুইট দেখে সমালোচনার ঝড় ওঠে। ধর্ষণের মতো একটি ঘৃণ্য ও মর্মান্তিক বিষয় নিয়ে এরকম মন্তব্য করায় কটাক্ষ করেন নেটিজেনরা। কমেন্ট বক্সে একজন লেখেন, ‘একদিকে যখন মানুষ ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তখন কিছু মহিলা তা নিয়ে মজা করছে।’
নিন্দার মুখে পড়ে পোস্টটি মুছে ফেলেন তিনি। পরে ক্ষমাও চেয়ে নেন। লেখেন, ‘আমার পোস্টটি একেবারেই ব্যক্তিগত মত। কাউকে আঘাত করার উদ্দেশ্যে লেখা নয়। তবু কারও যদি খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’ পোস্টটিতে তাঁর স্বামীর ছবির সঙ্গে যে ভিডিওটি শেয়ার করেছিলেন সাংসদ পত্নী, সেখানে দেখা যাচ্ছিল, এক বন্যাদুর্গত মানুষ একটি বেবি বাথটাবে করে বাড়ির জিনিসপত্র নিয়ে চলেছে।