তিরুঅনন্তপুরম: কেরলে গত মাসে মর্মান্তিকভাবে মারা যাওয়া অন্তঃসত্ত্বা হাতিটি হয়তো দুর্ঘটনাবশত বাজি বোঝাই ফল খেয়ে ফেলেছিল। দাবি করল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক।
প্রথমে শোনা গিয়েছিল, বাজি বোঝাই একটি আনারস খেতে গিয়ে ১৫ বছরের ওই হাতিটির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, আনারস নয়, নারকেল খেয়েছিল সে, মৃত্যুর অন্তত ২ সপ্তাহ আগে আহত হয়। পরিবেশ মন্ত্রক বলেছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ভুল করেই সে বিস্ফোরকঠাসা ফলটি মুখে পুরেছিল। কেরালা সরকারের সঙ্গে সারাক্ষণ সম্পর্কে রেখে চলেছে পরিবেশ মন্ত্রক, অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা ও এতে যদি কোনও আধিকারিকের হাত থাকে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
হাতি মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষি জমিতে যাতে বুনো শুয়োর ঢুকে না পড়তে পারে তাই স্থানীয়রা বেআইনিভাবে ফলের মধ্যে বিস্ফোরক পুরে রাখে। চেষ্টা করা হচ্ছে, এই অমানবিক ও বেআইনি কাজে আর যারা যুক্ত, তাদের গ্রেফতার করার, জানিয়েছে পরিবেশ মন্ত্রক। প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় মানুষকে অনুরোধ করেছেন, এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ঘোরা ভুয়ো খবর বিশ্বাস না করতে। কেরল সরকার ও মন্ত্রকের সব দফতর সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন।
ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল হাতি মৃত্যুর ঘটনায় সুয়ো মোটো ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে একটি কমিটি তৈরি করেছে তারা, এ ব্যাপারে অ্যাকশন টেকেন রিপোর্ট দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
হয়তো ভুল করে বাজি বোঝাই ফল খেয়ে ফেলে কেরলের হাতিটি, দাবি পরিবেশ মন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2020 02:56 PM (IST)
কৃষি জমিতে যাতে বুনো শুয়োর ঢুকে না পড়তে পারে তাই স্থানীয়রা বেআইনিভাবে ফলের মধ্যে বিস্ফোরক পুরে রাখে। চেষ্টা করা হচ্ছে, এই অমানবিক ও বেআইনি কাজে আর যারা যুক্ত, তাদের গ্রেফতার করার, জানিয়েছে পরিবেশ মন্ত্রক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -