IAF Agniveer Vayu Exam Date 2023: অপেক্ষার অবসান। প্রকাশিত হল ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর পদের পরীক্ষার তারিখ। agnipathvayu.cdac.in সাইটে গিয়ে পরীক্ষার সিটি স্লিপ ডাউনলোড করে নিতে পারেবেন পরীক্ষার্থীরা। শীঘ্রই এই পরীক্ষার অ্য়াডমিট কার্ডও প্রকাশ করা হবে। ওয়েবসাইটে জানানো হয়েছে,পরীক্ষার দিনের ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে এই অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে।
Indian Air Force: কবে থেকে এই পরীক্ষা ?
চলতি বছর IAF অগ্নিবীর বায়ু 2023 পরীক্ষা ১৮ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য আপনাকে পরীক্ষার সিটি স্লিপ চেক ও ডাউনলোড করার পদক্ষেপগুলি নিচে দেওয়া হল। নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।
IAF Agniveer Vayu: কীভাবে IAF অগ্নিবীর বায়ু পরীক্ষার সিটি স্লিপ ২০২৩ ডাউনলোড করবেন ?
IAF এর অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in-এ অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।
হোমপেজে, ঘোষণা বিভাগে ক্লিক করুন।
লিঙ্কটি দেখুন যেখানে লেখা আছে,অগ্নিবীরবায়ু 01/2023-এর জন্য পরীক্ষার তারিখ ও পরীক্ষার শহরের নাম
এবার আপনার লগইনে [এখানে ক্লিক করুন]।
পরীক্ষার তারিখের মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে প্রার্থী লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পাবেন।
প্রয়োজনীয় শংসাপত্রগুলি লিখুন যেমন ইমেল আইডি,পাসওয়ার্ড ও ক্যাপচা কোড।
আপনার IAF অগ্নিবীর বায়ু ২০২৩ পরীক্ষার সিটি স্লিপ স্ক্রিনে দেখা যাবে।
এটি ডাউনলোড করুন ও ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটির একটি প্রিন্টআউট নিন।
IAF অগ্নিবীর বায়ু পরীক্ষার সিটি স্লিপ ২০২৩ ডাউনলোড করুন
যে প্রার্থীরা IAF অগ্নিবীর বায়ু পরীক্ষা ২০২৩-এর জন্য প্রথম ধাপে আবেদন করেছেন তারা তাদের পরীক্ষার সিটি স্লিপ ডাউনলোড করতে পারেন।
এখানে তাদের পরীক্ষার তারিখ ও শহর পরীক্ষা করতে পারেন।
Indian Air Force: জেনে নিন বেতন কাঠামো
এই স্কিমের আওতায় নথিভুক্ত অগ্নিবীরদের একটি নির্দিষ্ট বার্ষিক ইনক্রিমেন্ট সহ প্রতি মাসে ৩০,০০০ টাকার প্যাকেজ দেওয়া হবে। এ ছাড়াও রিস্ক , হার্ডশিপ অ্য়ালায়েন্স,পোশাক,ভ্রমণ ভাতা পাবেন প্রার্থী। পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য সম্পর্কিত আরও স্পষ্টীকরণ ও সর্বশেষ আপডেটের জন্য প্রার্থীদের agnipathvayu.cdac.in-এ IAF-এর অফিশিয়াল ওয়েবসাইট(গুলি) দেখার পরামর্শ দেওয়া হল।
Bankura Recruitment 2022: এ ছাড়াও বাঁকুড়ায় প্যারা লিগাল ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। সব মিলিয়ে ৪৩ জন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স (PLVs)নেওয়া হবে জেলায়। বাঁকুড়া জেলার এই পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা সরকারি বিজ্ঞপ্তি দেখে নেবেন।
PARA LEGAL VOLUNTEERS(PLVS): শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর উচ্চ মাধ্যমিকের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে (10+2)। মনে রাখবেন, উচ্চ আয়ের কথা না ভেবে যাদের সমাজে অভাবীদের সাহায্য় করার মানসিকতা রয়েছে তারাই এই পদগুলিতে আবেদন করতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI