কোট্টায়ম: ২,৭০০ কিলোমিটার পথ, ৬টি রাজ্য। তার ওপর লকডাউন। কোনও বাধাই বড় হয়ে দাঁড়াতে পারেনি ৫০ বছরের এই মহিলার কাছে। দীর্ঘ এই পথ পেরিয়ে কেরল থেকে রাজস্থান এসেছেন তিনি গুরুতর অসুস্থ ছেলের সঙ্গে দেখা করতে।


মহিলার ছেলে বিএসএফ জওয়ান, নাম অরুণ কুমার, গুরুতর অসুস্থ। যোধপুরে পোস্টেড থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন, দেখা দেয় পেশীর জটিল অসুখ মায়োসাইটিস। মা ও স্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। যোধপুর এইমসের জনৈক চিকিৎসকের থেকে খবর যায় কেরলের কোট্টায়মে তাঁর পরিবারের কাছে। এরপরই অরুণের মা শীলাম্মা ভাসান ঠিক করেন, লকডাউনের মধ্যেই যোধপুর গিয়ে ছেলের পাশে দাঁড়াবেন তিনি।

সঙ্গে ছিলেন তাঁর পুত্রবধূ পার্বতী ও আর এক আত্মীয়। ১ বছরের নাতিকে কেরলের গ্রামে রেখে যাত্রা শুরু করেন তাঁরা।  সাহায্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিস ও কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। ৬ রাজ্য পেরিয়ে যাওয়ার ছাড়পত্রের ব্যবস্থা করে দেন তাঁরা। বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা তাঁদের জন্য বিনা মূল্যে একটি ট্যাক্সি ও দুজন ট্যাক্সি চালক জোগাড় করে দেন। যাত্রা শুরু হয় ১১ এপ্রিল, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাত পেরিয়ে যোধপুর পৌঁছন ১৪ তারিখ, সেদিন শুরু হয় মালয়ালম নববর্ষ বিশু।

শীলাম্মা জানিয়েছেন, তাঁর ছেলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, ঈশ্বরের কৃপায় কোনও সমস্যা ছাড়াই যোধপুর পৌঁছে গিয়েছেন তাঁরা।

এর আগে তেলঙ্গানার এক মহিলা বাইকে ১৪০০ কিলোমিটার পথ পেরিয়ে লকডাউনের মধ্যে অন্ধ্র প্রদেশে আটকে পড়া ছেলেকে বাড়ি ফিরিয়ে আনেন।