কলকাতা: নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’র পর এবার ‘খোকাবাবু’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আজ বিজেপি রাজ্য সভাপতি বলেন, ভাইপো নয়, খোকাবাবু বলছি, কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন, কোলে চড়ে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন!
লাগাতার আক্রমণের মুখে রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ডহারবারের সাতগাছিয়া থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। বলেন, ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক। ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে ‘খোকাবাবু’ বলে বিদ্রুপ বিজেপির। তবে দিলীপকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। তথ্যসংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, কোলে চড়ে কেউ যদি সাংসদ হতে পারেন, তাহলে দিলীপবাবুদের বলি এমন একটি কোল দেখান, যে কোলে চেপে এমপি দূরের কথা, কাউন্সিলরও হতে পারবেন না! আবার দমদমের তৃণমূল এমপি সৌগত রায় বিদ্রুপের সুরে দিলীপকে নিশানা করে মন্তব্য করেন, ওনাকে দুধবাবু বললে ভাল হবে!
ভাইপো, খোকাবাবু, দুধবাবু....ভোটমুখী বাংলায় এখন নানা জনের নানা বিশেষণ। সরাসরি নাম না তুলে ঘুরিয়ে চলছে খোঁচা দেওয়া, ঠাট্টা-তামাসার পালা। নামে কী এসে যায়! যাকে বলা, সে বুঝলেই হল! এটাই যেন এখন বঙ্গ রাজনীতির মূল কথা।