নয়াদিল্লি: তাঁর নির্দেশ ছাড়া নাকি পাতাও নড়ে না। রক্ষণশীল, গোঁড়া বলেও দুর্নাম রয়েছে সর্বত্র। উত্তর কোরিয়ার শাসক, সেই কিম জং উন নাকি নিজের উত্তরাধিকারী ঠিক করে ফেলেছেন। কন্যা কিম জু এয়ি-কেই তিনি উত্তরাধিকারী ঘোষণা করতে চলেছেন বলে জোর জল্পনা। (Kim Jong Un News)
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মেয়েকে উত্তরাধিকারী করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিম। সম্প্রতি চিন সফরে বাবার সঙ্গী হয়েছিল কিম জু। দেশের অন্দরেও সরকারি অনুষ্ঠানেও নিয়মিত বাবার সঙ্গে হতে শুরু করেছে সে। তার জন্মের সঠিক তারিখ প্রকাশ করেনি পিয়ংইয়ং। তবে সে ত্রয়োদশী বলেই মনে করা হয়। (North Korea News)
কিম যে মেয়েকে উত্তরাধিকারী করবেন বলে ঠিক করে ফেলেছেন, তা নিয়ে একমত দক্ষিণ কোরিয়ার সাংসদরাও। সেখানকার সাংসদ লি সেয়ং-কিওন জানান, চিনসফরে মেয়েকে নিয়ে গিয়ে আকারে ইঙ্গিতে সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছেন কিম। দক্ষিণ কোরিয়ার আর এক সাংসদ পার্ক সান-ওয়ান বলেন, “এই যে বার বার মেয়েকে নিয়ে বেরোচ্ছেন কিম, এতেই বোঝা যায় কে তাঁর উত্তরাধিকারী হতে চলেছেন। দেশের অন্দরে সরকারি অনুষ্ঠানেই নয় শুধু, এখন বিদেশ সফরেও মেয়েকে নিয়ে যেতে শুরু করেছেন তিনি।”
উত্তর কোরিয়া সম্পর্কে বহির্বিশ্বের যে ধারণা, তা আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার ভাষ্যের উপর নির্ভরশীল বটে। তবে উত্তর কোরিয়া থেকে যে বা যাঁরা বেরিয়ে আসতে পেরেছেন, তাঁরা সকলেই দেশের পিতৃতান্ত্রিক, রক্ষণশীল, সঙ্কীর্ণমনস্ক সমাজব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। উত্তর কোরিয়ার শাসনভারও এযাবৎ পুরুষের হাতেই ন্যস্ত থেকেছে। তাই মেয়ের হাতেই যদি ক্ষমতা তুলে দেন কিম, তা উত্তর কোরিয়ার জন্য় এক ঐতিহাসিক মুহূর্ত হবে।
দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস জানিয়েছে, কিমের কন্যাকে এখন থেকেই সকলে সম্মান করে চলেন উত্তর কোরিয়ায়। তাঁর নামের আগে সর্বদা ‘সম্মানীয়’ শব্দটি ব্যবহার করা হয় যেমন, কিম জু-র ছবি বসানো ডাক টিকিটও চালু রয়েছে দেশে। পিতৃতান্ত্রিক সমাজে বড় হলেও, মেয়েকে দেশ চালানোর শিক্ষা দিতে শুরু করেছেন কিম।
এর আগে, কিমের উত্তরাধিকারী হিসেবে তাঁর বোন কিম ইয়ো জং-এর নামও একাধিকবার উঠে আসে। তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ক কমিশনের সদস্যও। একসময় তথ্য ও প্রচার বিভাগের ডেপুটি ডিরেক্টরও ছিলেন। ২০১৮ সালে উইন্টার অলিম্পিক চলাকালীন উত্তর কোরিয়ার প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় তিনিই উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের সাক্ষাতের সময়ও তাঁকে দেখা গিয়েছিল কিমের পাশে। তাই বোনই কিমের উত্তরাধিকারী হবেন বলে অনেকে ধরে নিয়েছিলেন। তাহলে কি বোনের সঙ্গে এখন আর তেমন বনিবনা হচ্ছে না কিমের? নাকি মেয়েকে উত্তরাধিকারী বাছার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? শুরু হয়েছে কাটাছেঁড়া।