কলকাতা: ক্যানসারে আক্রান্ত হলেন কিং চার্লস। সোমবার বাকিংহাম প্যালেস এই বিবৃতি জারি করেছে। তবে ঠিক কী ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে প্রস্টেটের একটি পরীক্ষা করাতে লন্ডন হাসপাতালে ভর্তি রয়েছে ব্রিটেনের রাজা। সেই থেকে ধারণা করা হয়েছিল, প্রস্টেটের ক্যানসারে আক্রান্ত তিনি। কিন্তু পরে সেই বিভ্রান্তি দূর করে প্যালেস কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ক্যানসার হয়েছে রাজা চার্লসের। চিকিৎসাও শুরু হয়েছে। তবে প্রস্টেট ক্য়ানসার হয়নি তাঁর।
অভিষেক অনুষ্ঠানের এক বছরের মধ্যেই দুঃসংবাদ !
বর্তমানে রাজা চার্লসের বয়স ৭৫ বছর। গত বছর মে মাসে তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়। মহাসমারোহে সেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। একই সঙ্গে ব্রিটেন শাসিত বিভিন্ন দ্বীপপুঞ্জের অতিথিরাও। অভিষেকের এক বছর পূর্ণ হতে না হতেই তাঁর ক্যানসারের খবর প্রকাশ্যে এল। তবে প্যালেস সূত্রের খবর, মা রানি এলিজাবেথ মারা যাওয়ার পর থেকেই তাঁর কিছু চিকিৎসা শুরু হয়েছিল।
হাসপাতালে তিনদিন
সম্প্রতি এনলার্জড প্রস্টেটের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে তিন রাত থাকতে হয়েছে তাঁকে। এই কারণে অদূর ভবিষ্যতে যে কাজ কর্তব্য রয়েছে, তা বাতিল করতে হয়েছে। এই মর্মেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্যালেসের তরফে। বলা হয়েছে, সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন চার্লস। এই কারণে আগামী কিছুদিনের কাজকর্ম থেকে বিরতি নিচ্ছেন চার্লস। তবে পরিবারের অন্য সদস্যরা বিরতি নিচ্ছেন না। তাঁরা তাঁদের রুটিনমাফিক দায়িত্ব পালন করবেন।
ঋষি সুনকের সঙ্গে জরুরি মিটিং জারি
শরীর খারাপ থাকলেও ‘হেড অব স্টেট’ অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন তিনি। প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহেই একটি করে মিটিং করতে হয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে। আপাতত সেই দায়িত্ব থেকে তিনি বিরতি নিচ্ছেন না। তবে চিকিৎসকরা বললে ভবিষ্যতে তা নিতে হতে পারে। তিনি বিরতি নিলে ওই দায়িত্ব পালন করবেন কাউন্সিলর অব স্টেটস সদস্যরা। প্রসঙ্গত, বাবা নিজেই শরীর খারাপের কথা জানিয়েছেন দুই পুত্রকে। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি সেখান থেকে চার্লসকে দেখতে আসছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে সোমবারের এই বিজ্ঞপ্তির আগে চার্লসকে রোববার দেখা গিয়েছিল। চার্চে গিয়েছিলেন তিনি। সেখানে দশ মিনিট হাঁটেন । হাত নেড়ে সকলকে অভিবাদন জানান।
আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক