কলকাতা: বিপজ্জনক বাড়ি নিয়ে আরও কঠোর আইন আনতে উদ্যোগী কলকাতা পুরসভা। বাড়ানো হচ্ছে জরিমানা, থাকছে কারাদণ্ডের সংস্থান। যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা জাগিয়ে শহরে দাঁড়িয়ে আছে বহু বাড়ি। পুরসভার দাবি, নোটিস দেওয়া সত্বেও বিপজ্জনক বহু বাড়ি সংস্কার করা হচ্ছে না। ভাড়াটে-বাড়িওয়ালা বিবাদে আটকে সংস্কার। ফলে ভাঙছে বাড়ি। ঘটছে দুর্ঘটনা। হচ্ছে মৃত্যু। এই পরিস্থিতিতে বিপজ্জনক বাড়ি নিয়ে আইনের সংশোধনী প্রস্তাব পাস হল কলকাতা পুরসভায়। প্রস্তাবে বলা হয়েছে, বিপজ্জনক বাড়ি ভেঙে আহত হলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে বাড়ির মালিক কিংবা দখলদারের। বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যু হলে হতে পারে সর্বোচ্চ ৫ বছরের জেল। সেই সঙ্গে বাড়ির মালিক কিংবা দখলদারের জরিমানাও করা হতে পারে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, মানুষের জীবন আমাদের কাছে দামি। তাই বাধ্য হয়েই কঠোর আইন। পুরসভার মাসিক অধিবেশনে সর্বসম্মতিতে পাস হওয়া প্রস্তাব পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।