নয়াদিল্লি : ১৯৯৯-এ প্রায় দু মাস ধরে চলেছিল কার্গিল যুদ্ধ। অবশেষে ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল যুদ্ধে জয় হয় ভারতের। সেই থেকে ২৬ জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। আরও একটা ২৬ জুলাইয়ে এক ঝলকে জেনে নিন কার্গিল যুদ্ধের অজানা সাতটি তথ্য।


১. ১৯৭১-এর যুদ্ধে ভাগ হয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আলাদা দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে উঠে এসেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে এটাই ছিল ভারতের প্রথম যুদ্ধ।


২. যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, তখন ভারতের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে এনডিএ। আর দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী।


৩. কার্গিল যুদ্ধে যে সব পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল, তাদেরকে পিছু হঠাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শুরু করা হয় 'অপারেশন বিজয়'। 


৪. ভারতীয় সেনা জওয়ানরা যখন সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে, সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতীয় বায়ু সেনাবাহিনীও। অপারেশন বিজয়ের মতোই ভারতীয় বায়ু সেনাবাহিনীর অপারেশনের নাম ছিল 'অপারেশন সফেদ সাগর'। মাত্র ৭ দিনের প্রস্তুতিতে ভারতীয় বায়ু সেনার পাইলটদের অবদান ছিল অনস্বীকার্য। প্রায় ৩২ হাজার ফুট উপর থেকে ভারতীয় বায়ু সেনা যেভাবে যুদ্ধ করেছে, তাতে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনারা।


৫. কার্গিলের যুদ্ধে ৫২৭ জন বীর ভারতীয় সেনা জওয়ান শহিদ হন। সেই জন্য প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসে প্রয়াত শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটের সামনে শ্রদ্ধাঞ্জলি জানান কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি। এই জন্য ভারতের পক্ষ থেকে একটি দেওয়াল করা হয়। যে দেওয়ালে কার্গিল যুদ্ধে শহিদদের প্রত্যেকের নাম খোদাই করা রয়েছে। আর পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, সেদেশে ৩ হাজারেরও বেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল।


৬. সাম্প্রতিককালে কার্গিল যুদ্ধই ছিল গোটা পৃথিবীর ইতিহাসে সবথেকে উচ্চতম যুদ্ধ। যুদ্ধ চলছিল কার্গিল, সিয়াচেন এবং লাদাখ অঞ্চলে, যে অঞ্চলগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। পাহাড়ের এত উচ্চতায় (৮ হাজার ৭৮০ ফুট) সাম্প্রতিককালে এমন যুদ্ধ হয়নি।


৭. ভারতীয় জওয়ানদের শুধু পাকিস্তানি সেনা জওয়ানদের বিরুদ্ধেই যুদ্ধ ছিল না। তাঁদের লড়াই করতে হচ্ছিল প্রবল ঠান্ডার বিরুদ্ধেও। যে সময়ে কার্গিল যুদ্ধ হচ্ছিল, তখন, বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস বা কোনও কোনও ক্ষেত্রে আরও কম। এত শীতল আবহাওয়াতেও যুদ্ধের তাপমাত্রা অবশ্য কম ছিল না।