নয়া দিল্লি : আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি মোবাইল নম্বরের রেজিস্ট্রেশন হয়ে আছে জানতে চান ? এজন্য পোর্টাল আনল টেলিকমিউনিকেশন বিভাগ। এর মাধ্যমে যে কেউ জানতে পারবেন তাঁর আধার কার্ডের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর যুক্ত হয়ে আছে।
প্রাথমিকভাবে এই পোর্টালটি অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় কাজ করছে। এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। কারণ, এই মুহূর্তে আপনার কোনও নম্বর কাজ করছে না অথচ সেটি আধারের সঙ্গে সংযোগ হয়ে আছে, এমন নম্বর থাকলে তা ব্লক করে দিতে পারবেন। এছাড়া আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত হয়ে থাকলে, তা আপনার KYC প্রক্রিয়াতেও গতি আনবে। উল্লেখ্য, ব্যাঙ্ক এবং বিভিন্ন সরকারি ক্ষেত্রে KYC-র প্রয়োজন পড়ে।
এপ্রিল মাসেই টেলিকম অ্যানালিটিকস ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন পোর্টাল লঞ্চ করেছে টেলিকমিউনিকেশন বিভাগ। এর মাধ্যমে টেলিকমের গ্রাহকরা তাঁদের আধার নম্বরের সঙ্গে যেসব ফোন নম্বর যুক্ত করা আছে তা জানতে পারবেন। এই পোর্টলটি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় কাজ করলেও, টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে, শীঘ্রই তা দেশের সব গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
FAQ পেজ অনুযায়ী, গ্রাহকদের নামে কতগুলি মোবাইল নম্বর কাজ করছে এবং সেই অনুযায়ী তাঁদের ব্যবস্থা নিতে সাহায্য করা এবং অতিরিক্ত কোনও মোবাইল নম্বর থাকলে তার সংযোগ সাধন করতে এই পোর্টালের ব্যবস্থা করেছে টেলিকম অ্যানালিটিকস ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন।
টেলিকমিউনিকেশন বিভাগের গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক গ্রাহক নটি পর্যন্ত মোবাইল নম্বর রেজিস্ট্রি করতে পারবেন। এই সংখ্যাটা অতিক্রম করলে, একই নামে প্রত্যেক নতুন সংযোগকে বাল্ক কানেকশন হিসেবে গণ্য করা হবে যা প্রধানত বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়। কাজেই টেলিকম অ্যানালিটিকস ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন পোর্টাল থেকে কতগুলি নম্বর আছে যাচাই করে নিন।
কীভাবে চেক করবেন ?
- TAFCOP পোর্টালে যান এবং অ্যাক্টিভ মোবাইল নম্বরটি দিন
- Request OTP বাটনে ক্লিক করুন
- ফোনে যে ওটিপি আসবে সেটা দিন এবং Validate দাবান
- TAFCOP পোর্টাল এবার আপনাকে সেই নম্বরগুলি দেখাবে যেগুলি আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত।