কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : চমকে দেওয়ার মতো ঘটনা সল্টলেকের বিকাশ ভবনের সামনে। বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার। যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তারা সকলেই পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। যা চলাকালীন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। যে ধস্তাধস্তিতে বিকাশ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন ওই পাঁচ শিক্ষিকা। যারপরই কার্যত সকলকে অবাক করে দিয়ে হাতে থাকা বোতল থেকে বিষ খেতে শুরু করেন তারা। যা দেখতে পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই পাঁচ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে।


শিক্ষকদের বেতন বৈষম্য, বদলি সহ একাধিক দাবিতে কখনও নবান্নে, কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে তো কোনওদিন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, বিক্ষোভ-প্রতিবাদে সামিল হওয়ার জেরে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। যার মধ্যে অনেকেই চুক্তিভিত্তিক শিক্ষিকা। তাদের অভিযোগ, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকদের উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল চালুর পর থেকে বদলির যে সমস্ত সমস্যা বেড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি কোনও বিষয়েই।



সেই বদলি ঘিরেই বিক্ষোভের মাঝেই অতর্কিতে আজকের ঘটনা ঘটে। আর যে ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। আন্দোলনকারীদের কথা শোনা হচ্ছে না বলেই অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, আত্মহত্যার এই প্ররোচনা দুর্ভাগ্যজনক। 


Education Loan Information:

Calculate Education Loan EMI