অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা কর্পোরেশনের (KMC) ঠিক পাশেই চালু হল স্থায়ী আধার সেবা কেন্দ্র (Aadhar Seva kendra)। বুধবার ধর্মতলায় রক্সি বিল্ডিংয়ে শুরু হয়েছে এই পরিষেবা। আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এখানেই সমাধান পাবেন সাধারণ মানুষ।এদিন আধারের এই স্থায়ী কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আধারের পাশে স্বাস্থ্যসাথী (Aadhar and Swasthya Sathi Seva kendra)
আধারের স্থায়ী পরিষেবার পাশাপাশি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে। এবার থেকে রাজ্যের স্থায়ী স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) পরিষেবাও পাওয়া যাবে রক্সি বিল্ডিংয়ে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনও সমস্যা তৈরি হলে তার সমাধান দেবে এই কেন্দ্র। কলকাতা ছাড়াও রাজ্যের যে কোনও জায়গা থেকে আধারের স্থায়ী কেন্দ্রের সুবিধা নিতে পারবেন যে কেউ। নতুন কার্ড করানো ছাড়াও আধার সংশোধনের ক্ষেত্রে পরিষেবা দেবে এই কেন্দ্র।
আধার কার্ডের গুরুত্ব (Aadhar card Importance)
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।
আধার কার্ড নিয়ে ট্যুইট (UIDAI Tweet On Aadhar)
সম্প্রতি আধার আধার কার্ডের (Aadhar Card) প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।
আপনার আধার কার্ড আসল না নকল চিনুন
১ প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন।
২ এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।
৩ এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।
৪ পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।
৫ যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।
৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।
৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।