নয়াদিল্লি: প্রায় ৬ মাস ধরে Royal Enfield Classic 350-এর গোপন ছবি প্রকাশিত হচ্ছিল বিভিন্ন অটোসাইটে। এবার আর কোনও রাখঢাক রইল না। আগামী ১ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত এই বাইক।


রয়্যাল এনফিল্ডের নতুন প্লাটফর্ম (Royal Enfield Classic 350)
প্রায় এক দশক ধরে রাজত্বের পর ফের রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র নতুন ভার্সন আনছে কোম্পানি। এবার এনফিল্ডের 'জে' প্লাটফর্মে তৈরি করা হয়েছে এই বাইক। কোম্পানি সাম্প্রতিক অতীতে ওই একই প্লাটফর্মে Royal Enfield Meteor 350 লঞ্চ করেছে। মূলত থান্ডারবার্ডের পরিবর্তে বিশ্ব বাজের লঞ্চ করা হয়েছে মিটিয়রকে। এবার নিজেদের অন্যতম সাফল্যের ব্র্যান্ড ক্লাসিক ৩৫০ লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। 


কী থাকছে নতুন বাইকে ?(Royal Enfield Classic 350 Specs and Features)
অটো ব্লগারদের মতে, বাইকে আগের মতো ৩৪৯ সিসির ইঞ্জিন দেবে কোম্পানি।মিটিয়োরের মতোই এখানেও সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। যা ক্লাসিকেও ২০ বিএইচবি ও ২৭ এনএম সর্বোচ্চ টর্ক দেবে।এবারও ৫ স্পিড গিয়ার বক্স দেওয়া হবে নতুন ক্লাসিকে। গাড়ির সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক ছাড়াও পিছনে দুটো শকার অ্যাবজরভার দেওয়া হবে। গাড়িতে ডুয়েল চ্যানেল এবিএস ছাড়াও ডিস্ক ব্রেক থাকতে পারে। তবে এন্ট্রি লেভেল মডেলে সামনের চাকায় ড্রাম ব্রেক দিতে পারে কোম্পানি। 


রয়্যাল এনফিল্ড ৩৫০ ক্লাসিকের দাম ?(Royal Enfield Classic 350 Price)
মনে করা হচ্ছে, বাইকের আগের দাম বজায় রাখতে চলেছে কোম্পানি। অতীতে (১.৭৯ লক্ষ-২.০৬ লক্ষ টাকা) দাম ছিল এই বাইকের। তবে এই প্রাইস ফিগার বাইকের এক্সশোরুম প্রাইস। অনরোডের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে গাড়ির দাম। অটো ব্লগারদের মতে, বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় সমান হলেও টপ ভ্যারিয়েন্ট দাম বাড়াবে এনফিল্ড। একবার বাজারে আসার পর Honda CB350 H'ness, Benelli Imperiale 400, Jawa-র বাইকের সঙ্গে প্রতিযোগিতা হবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র।