ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ: নতুন বছরে ৪ জানুয়ারি থেকে পুরনো ছন্দে ফিরছে মেট্রো রেল। অফিসটাইম বাদে অন্য সময় লাগবে না ই-পাস।
করোনা সংক্রমণ রুখতে ২২শে মার্চ কলকাতায় বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। ১৭৬ দিন পর, ১৪ সেপ্টেম্বর থেকে ফের গড়াতে শুরু করে মেট্রোর চাকা। তবে একগুচ্ছ নিয়মবিধি মেনে কম সংখ্যক ট্রেন চালানো হয়। দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও ছিল বেশি। নতুন বছরের ৪ জানুয়ারি থেকে আবার পূর্বের ছন্দে ফিরতে চলেছে মেট্রো। লকডাউনের আগে যে সময়সূচি ছিল, তা ফিরছে আবার। সকাল ৭টা থেকে চালু হবে আপ ও ডাউন ট্রেন। মেট্রো মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দিনের ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ৭ মিনিট। তবে, করোনা আবহে থেকে যাচ্ছে বেশ কিছু বিধি।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, প্রবীণ নাগরিক, মহিলা ও ১৫ বছরের নীচে মেট্রোযাত্রীদের জন্য সারাদিনই ই-পাসে ছাড় থাকছে। তবে, সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত পুরুষযাত্রীদের লাগবে ই-পাস। দিনের বাকি সময়ে ই-পাসে থাকছে ছাড়। শনি ও রবি কারোরই ই-পাস লাগবে না। তবে, এখনও টোকেন দেওয়া হচ্ছে না।
মেট্রো রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে, দিনে ২২৮টি ট্রেন চলবে।
Metro Rail Service: সকাল ৭টা থেকে আপ, ডাউন ট্রেন, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত, ৪জানুয়ারি থেকে পুরানো ছন্দে মেট্রো রেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2020 07:57 PM (IST)
করোনা সংক্রমণ রুখতে ২২শে মার্চ কলকাতায় বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। ১৭৬ দিন পর, ১৪ সেপ্টেম্বর থেকে ফের গড়াতে শুরু করে মেট্রোর চাকা। তবে একগুচ্ছ নিয়মবিধি মেনে কম সংখ্যক ট্রেন চালানো হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -